ফুটবল মাঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার ভেড়া, কেন এমন সিদ্ধান্ত ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- খেলার মাঠে নানারকম পুরস্কার দেওয়া হয়ে থাকে। আর্থিক পুরস্কার যেমন হয়, তেমন ট্রফি, মেডেল, মেমেন্টোও দেওয়া হয়। আবার অনেকসময় কোনও জিনিস পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়।

যেমন কোনও মোবাইল প্রস্তুতকারক সংস্থা হয়তো একটি মোবাইল উপহার দিল। গাড়ির সংস্থা গাড়ি উপহার দিল। এমন আর কি! কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে ভেড়া পুরস্কার পাওয়ার কথা কেউ ভাবেন কি?

সেটাই হল একটি ফুটবল মাঠে। নরওয়ের টপ ডিভিশন ম্যাচে হৌগেসুন্ড নামে একটি ফুটবল ক্লাবকে হারিয়ে দেয় ব্রায়েন নামে একটি ফুটবল ক্লাব। এই ফুটবল ক্লাবের হয়ে মাঠে সেরাটা তুলে ধরেন এক্সেল ক্রাইজার নামে এক ফুটবলার। তিনিই ম্যাচের সেরা হন।

ম্যাচের সেরা যখন তখন তো তাঁর হাতে একটি পুরস্কার তুলে দিতে হয়। সেই পুরস্কার হিসাবে যেটা তাঁর হাতে তুলে দেওয়া হল তা কোনও ফুটবল মাঠে এর আগে কেউ দেখেছেন কিনা সন্দেহ।

ক্রাইজারের হাতে তুলে দেওয়া হয় একটি জ্যান্ত ভেড়া। ভেড়াটি ধবধবে সাদা। তার সব লোম ছাঁটা। সেটি ওই খেলোয়াড়ের হাতে তুলে দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই খবরের শিরোনামে জায়গা করে নেয়।

যদিও পশুপ্রেমীরা এভাবে ভেড়াকে পুরস্কার হিসাবে তুলে ধরার কড়া সমালোচনা করেছেন। তবে এর আগেও নরওয়ের এই ব্রায়েন ক্লাবে ডিম উপহার দেওয়া হয়েছিল। এমন উদ্ভট পুরস্কার দেওয়ার একটা প্রবণতা এই ক্লাবের আছে।

আরও পড়ুন:-প্রতিমাসে পাবেন ৯৩৭৫ টাকা! LIC-এর নতুন স্কিম দিচ্ছে দারুণ সুযোগ । বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন