Bangla News Dunia, Pallab : অবশেষে বাড়ির পথে বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Shaw)। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে (Howrah Station) পৌঁছোতেই ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় বীর জওয়ানকে। কিছুক্ষণ পরই তিনি পৌঁছোবেন রিষড়ার বাড়িতে। বাড়িতে অপেক্ষায় রয়েছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। এদিন হাওড়া স্টেশনে উচ্ছ্বসিত মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। স্টেশন থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠে বসলেন পূর্ণম, তখনও জওয়ানকে ঘিরে রয়েছে একদল মানুষ। উঠল ‘ভারতমাতা কি জয়’ ধ্বনি। সকলকে নমস্কার জানালেন তিনি।
আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন
এদিন হাওড়া স্টেশনে পূর্ণমকে নিতে আসেন রিষড়া পুরসভার চেয়ারম্যান। স্টেশনে নেমেই জওয়ান বলেন, ‘খুব মনে পড়ছিল বাড়ির কথা, পরিবারের কথা। এখন নিজের দেশে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।’ এদিকে তিনি স্টেশনে পা দিতেই ফুলের মালা নিয়ে এগিয়ে যান শুভাকাঙ্খীরা। গাড়িতে বসান পুরসভার চেয়ারম্যান।
হুগলির রিষড়া বাগখাল এলাকায় বিএসএফ (BSF) জওয়ানকে স্বাগত জানাতে ‘ওয়েলকাম’ লেখা গেট বাঁধা হয়েছে। আলো দিয়ে সাজানো হয়েছে পূর্ণমদের বাসভবন। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের ভিড়ে উৎসবের মেজাজ বিএসএফ জওয়ানের বাড়িতে। রাঁধুনি ডেকে চলছে রান্নাবান্না। জওয়ানের জন্য আনা হয়েছে কেক। থাকছে তাঁর প্রিয় লুচি-তরকারি।
পাক রেঞ্জার্সদের হাতে ২২ দিন আটকে থাকার পর দীর্ঘ সংকট কাটিয়ে কয়েকদিন আগে ভারতে ফেরেন পূর্ণম। তবে এত বড় বিপদের পরও নিজের কর্তব্যে অনড় তিনি। বলে উঠলেন, ‘ফের কাজে যাব। আগেও কখনও ভয় পাইনি, এখনও পাচ্ছি না, পরেও পাব না।’