Bangla News Dunia, Pallab : কুলগামের গুদ্দার জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে। পহলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর থেকে উপতক্যায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। শনিবার গোয়েন্দা সূত্রে খবর মেলে গুদ্দার জঙ্গলে কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। তার পরই সেখানে অভিযান চালানো হয়। জওয়ানদের দেখে গুলি ছুড়তে শুরু জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
এনকাউন্টার এখনও চলছে। দুই জঙ্গি সেখানে আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার বন্দিপোরার একটি চেকপয়েন্ট থেকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি)-র তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, বেশ কয়েকটি রাউন্ড এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন