ফের গ্যাসের দামে পরিবর্তন, পশ্চিমবঙ্গে এই নিয়ে বার্তা মূখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস (LPG) ব্যবহারে বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি নবান্ন থেকে জেলা প্রশাসন ও পঞ্চায়েত দফতরগুলিকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, রাজ্যে কতজন LPG গ্যাস সংযোগ ব্যবহার করছেন, কতজন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় রয়েছেন, তা দ্রুত রিপোর্ট আকারে জানাতে হবে।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন

কেন জরুরি এই তথ্য?

দেশজুড়ে LPG গ্যাস ব্যবহারে ব্যাপক বৃদ্ধি হলেও বাস্তবচিত্র সম্পূর্ণ আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এখনও বহু পরিবার কাঠ, খড়কুটো কিংবা পুরনো উনুনে রান্না করে থাকেন। এই ব্যবস্থার ফলে না শুধু স্বাস্থ্য সমস্যা বাড়ে, বরং প্রাকৃতিক সম্পদেরও অপচয় হয়।

উজ্জ্বলা যোজনার বর্তমান অবস্থা

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে ২ কোটি ৭০ লক্ষ ৯০ হাজার গ্যাস সংযোগ রয়েছে, যার মধ্যে ১ কোটি ২৩ লক্ষ ৭৫ হাজার সংযোগ উজ্জ্বলা যোজনার আওতায়। যদিও ২০২৪ সালে ৭৫ লক্ষ নতুন সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল, তা বাস্তবায়িত হয়নি।

রাজ্য সরকার কী চায় জানতে?

  • অনেক পরিবার সংযোগ থাকা সত্ত্বেও কেন গ্যাস ব্যবহার করছে না?
  • বছরে কত পরিবার মাত্র ২টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে?
  • গ্যাস বুকিং ও ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে কারা বঞ্চিত হচ্ছেন?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন