ফের ভারতকে ‘নকল’! এবার বিদেশের মাটিতে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত পাকিস্তানেরও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা বিভিন্ন দেশে পৌঁছে দেবেন কেন্দ্রের সাতটি প্রতিনিধিদলের সদস্যরা। এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই একই পথে হাঁটল পাকিস্তান (Pakistan)। এবার ভারতের মতোই আন্তর্জাতিক ক্ষেত্রে (Global diplomatic outreach) পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে দেশে দেশে প্রতিনিধিদল পাঠাতে চলেছে শাহবাজ শরিফের সরকার। আর পাক প্রতিনিধিদলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান পিপলস পার্টির (PPP) চেয়ারম্যান তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে (Bilawal Bhutto-Zardari)।

আরও পড়ুন:- বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কেন্দ্রের পুরস্কার পেলো কলকাতা, জানতে বিস্তারিত পড়ুন

বিলাওয়াল নিজের এক্স হ্যান্ডেলের পোষ্টে একথা নিশ্চিত করে লিখেছেন, ‘আজ সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের হয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে তিনি আমাকে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এই দায়িত্ব গ্রহণ করতে পেরে এবং এই কঠিন সময়ে পাকিস্তানের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পেরে সম্মানিত বোধ করছি।’

আরও পড়ুন:- পৃথিবীজুড়ে খিদের যন্ত্রণা বেড়েই চলেছে, প্রকাশ্যে এসে পড়ল হাড় হিম করা সত্য

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিলাওয়ালের নেতৃত্বে একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছে পাকিস্তান। এতে প্রাক্তন মন্ত্রী খুররম দস্তগীর খান, হিনা রব্বানী খার, প্রাক্তন বিদেশসচিব জলিল আব্বাস জিলানিও রয়েছেন বলে খবর। পাকিস্তান দাবি করেছে, বিলাওয়ালের নেতৃত্বে এই প্রতিনিধিদল আঞ্চলিক শান্তির পক্ষে কথা বলবে।

আরও পড়ুন:- এই বোমা ১,০০০ পরমাণু বোমার সমান! ধ্বংস করে ফেলতে পারে গোটা দেশ । বিস্তারিত জেনে নিন

এদিকে, শনিবার ভারত সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মাসের শেষ দিকে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিভিন্ন দেশে ভারতের বার্তা পৌঁছে দিতে যাবে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতেও যাওয়া হবে। শাসক ও বিরোধী দলের সাত সাংসদ দলগুলির নেতৃত্বে রয়েছেন। প্রতিনিধিদলে রয়েছেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশংকর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত শিন্ডেরা। তাঁরা বিদেশের মাটিতে দাঁড়়িয়ে ভারতে জঙ্গি হামলা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান, অপারেশন সিঁদুর সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরবেন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন