ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, জবাব দিচ্ছে ভারত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এনিয়ে ন’দিন। ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান (Pakistan)। জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল (LoC Ceasefire) বরাবর বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকায় একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জনের মৃত্যুর পর থেকে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। এরপর থেকেই পরিস্থিতি কিছুটা তপ্ত রয়েছে সীমান্তে। বারবার পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করার খবর সামনে আসছে।

বৃহস্পতিবার রাতেও সীমান্তরেখার নিকটবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা, আখনুরের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক সেনা। তার আগে বুধবার রাতে সীমান্তরেখার উরি এবং আখনুর সেক্টরে গুলিবর্ষণ করে পাকিস্তান। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনাবাহিনী। সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়ারা ও বারামুলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল পাকিস্তান। তার আগে হামলা চলে পুঞ্চে। তবে সব ক্ষেত্রেই পালটা জবাব দিয়েছে ভারত।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন