ফের হাওয়া বদল বঙ্গে ! উষ্ণতার পারদ চড়বে দক্ষিণবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গত কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল বঙ্গে। তবে ফের হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের (North Bengal Weather Update)  দার্জিলিং সহ পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং পাহাড়ের জেলাগুলিতে। তবে সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতে এদিন ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন