Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্যালেন্ডার পাতায় আজ একটা বিশেষ দিন ৷ সত্যজিৎ রায়ের 104 তম জন্মদিন। বাঙালি ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তেমনি এই দিনেও 1/1, বিশপ লেফ্রয় রোডের বাড়িতে অগণিত মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। সকলের সঙ্গে এদিন সৌহার্দ্য বিনিময়, ছবি তোলা কোনওটাতেই এতটুকু ক্লান্তি থাকে না সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের। সন্দীপ রায় বলেন, “এ এক পরম পাওয়া। এত মানুষ, তাঁরা নানা বয়সের, এদিন আমাদের বাড়িতে বাবাকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে আসেন।”
বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন পরিচালক সত্যজিৎ রায় ৷ তার পিছনে কোনও রহস্য রয়েছে কি ? উত্তরে সন্দীপ রায় জানান, “উনি নতুন কিছু একটা জিনিস করতে চেয়েছিলেন ৷ নতুন ধরনের জিনিস যেটা আগে করা হয়নি ৷ পথের পাঁচালী করার সময় নানা বাধা এসেছিল ৷ তখনকার সরকার সেই সময় এই ছবি প্রযোজনা করে ৷ উনি যখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন প্রযোজকের জন্য কেউ ওঁর কথা শোনেননি এবং বিশ্বাসও করেননি ৷ কিন্তু তার আগে এক আন্তর্জাতিক সিনেমা দেখে বুঝেছিলেন সব পরিস্থিতিতে সিনেমা করা যায় ৷ আনকোরা নতুনদের নিয়ে কাজ করা যায় ৷”
আরও পড়ুন:- ভারতের এই ১০ বিপজ্জনক অস্ত্রের সামনে পাকিস্তান মাথা তুলতেই পারবে না, ছবিসহ লিস্ট দেখে নিন
পরিচালক সন্দীপ আরও বলেন, “একটা নতুন রকমের এক্সপেরিমেন্ট ৷ কিন্তু সেটা যে এমন ইমপ্যাক্ট ফেলবে আমার মনে হয় না বাবা সেটা ভেবেছিলেন ৷ পথের পাঁচালী মুক্তির পর প্রথমেই কান ফিল্ম ফেস্টিভ্যালে বড় পুরস্কার পেয়ে গেল ৷ সেটাতে উনি খুব আশ্চর্য হয়েছিলেন ৷ আপ্লুতও হয়েছিলেন ৷ উনি এতটা আশা করেননি ৷ গোড়ার দিকে প্রেক্ষাগৃহে পথের পাঁচালী এক-দু সপ্তাহ একটু কম চলেছিল ৷ তারপর লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি ৷”
সিনেমার পাশাপাশি বিনোদন জগতে ওয়েব প্ল্যাটফর্ম বড় ভূমিকা গ্রহণ করেছে ৷ এই প্রসঙ্গে পরিচালক বলেন, “ওয়েব খুব একটা আমি দেখি তা কিন্তু নয় ৷ গোড়ার দিকে ওয়েব যেভাবে শুরু হয়েছিল, ভালো একটা সময় দেওয়া হচ্ছিল, ভালো বাজেট ছিল সেটা এখন অতটা হচ্ছে বলে আমার মনে হয় না ৷ যে কারণে কিছুটা প্রোডাক্টও সাফার করছে ৷ যদিও এটা শোনা কথা ৷”
পরিচালক হিসাবে নতুন কাজ প্রসঙ্গে সন্দীপ রায় জানান, “আমার এখন ছোট গল্প নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে ৷ সেটা নিয়েই পরিকল্পনা চলছে ৷ ফেলুদাকে মনে হয় এবার একটু বিশ্রাম দেওয়া উচিত ৷ কারণ ওটিটি থেকে সিনেমার পর্দা সব জায়গাতেই ফেলুদা হচ্ছে ৷ ওটিটিতে যখন বিশ্রাম নেই তখন আমার মনে হয় আমিই একটু বিশ্রাম দিই ফেলুদাকে ৷ বাবার শতবর্ষে পরিকল্পনা ছিল একটা শঙ্কুর গল্প আর একটা ফেলুদার গল্প নিয়ে যদি কিছু করা যায় ৷ সেটার একটা ভাবনাচিন্তা রয়েছে ৷” জানা গিয়েছে, ‘ফেলুদা ফেরত’-এর পোস্টার লঞ্চ হবে আজকের বিশেষ দিনে ৷ বিশপ লেফ্রয় রোডে সন্দীপ রায়ের উপস্থিতিতে ছবির পোস্টার সামনে আনা হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন:- জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম কার্যকর হয়ে গেল, বিশদে বুঝে নিন
আরও পড়ুন:- PNB-র এই সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহকের মাথায় হাত! জানতে বিস্তারিত পড়ুন