Bangla News Dunia, দীনেশ :- আপনার ফোনে কি প্রতিদিন স্প্যাম কল আসছে? ফোন করে লোন নিতে বলছে, বীমা পরিষেবা বা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বলছে? তাহলে আজকে প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, এইরকম অভিজ্ঞতার স্বীকার যদি আপনিও হন, তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কারণ, এখনকার দিনে মোবাইল ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে বড় সঙ্গী হয়ে উঠেছে। আর এই ফোনে যদি দিনের পর দিন স্প্যাম কল আসতে থাকে, তাহলে চিন্তা বাড়ে। কিন্তু আপনি কি জানেন, খুব সহজেই আপনি অবাঞ্ছিত কলগুলিকে বন্ধ করতে পারবেন।
আরও পড়ুন:- মে মাসে ট্রেনের টিকিট বুকিংয়ে নিয়ম বদলেছে, না জানা থাকলে জেনে নিন
স্প্যাম কল থেকে মুক্তির কার্যকর উপায়
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বহুদিন আগেই একটি পরিষেবা চালু করে রেখেছে। আর তা হলো “DND” অর্থাৎ “Do Not Disturb”, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল নম্বরে আসা কোন অবাঞ্ছিত প্রমোশনাল কল বা মেসেজ খুব সহজে ব্লক করতে পারবেন।
জানা যাচ্ছে, এই পরিষেবাটি একবার সক্রিয় করলেই টেলিমার্কেটিং কলগুলি থেকে প্রায় শতভাগ মুক্তি মিলবে। আর সবথেকে বড় ব্যাপার, এটি দেশের সবথেকে বড় বড় টেলিকম কোম্পানি যেমন Jio, Airtel, Vi এবং BSNL ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছে। এমনকি খুব সহজেই এই অপশন সক্রিয়ও করা যায়।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে টোটো নিয়ে নতুন নিয়ম চালু, জানা জরুরি
কীভাবে সক্রিয় করবেন DND পরিষেবা?
DND পরিষেবা সক্রিয় করার জন্য আপনাকে ১৯০৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। এর ফলে আপনি খুব সহজেই DND সক্রিয় করতে পারবেন। এরপর আপনার স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রতিটি নেটওয়ার্কের অ্যাপ থেকেও এই DND পরিষেবা চালু করা যায়।
এয়ারটেল ব্যবহারকারীদের জন্য DND চালু করার পদ্ধতি
যদি আপনি এয়ারটেল ব্যবহারকারী হন, অর্থাৎ আপনার যদি এয়ারটেলের সিম থাকে, তাহলে আপনাকে এয়ারটেল থ্যাংকস অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে ঢুকে ‘More’ অথবা ‘Services’ অপশনে যেতে হবে।
এরপর সেখানে গিয়ে DND বিকল্পটিকে নির্বাচন করুন। এরপর আপনার পছন্দের বিষয় নির্বাচন করে DND চালু করে ফেলুন। ব্যাস, এরপর আপনার ফোনে অপ্রয়োজনীয় কল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
জিও ব্যবহারকারীদের জন্য DND চালু করার পদ্ধতি
যদি আপনি রিলায়েন্স জিও ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে মাই জিও অ্যাপ ডাউনলোড করতে হবে। হ্যাঁ, প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপ ডাউনলোড করে মেনু অপশনে গিয়ে সেটিংসে যান। এরপর সেখানে যাওয়ার পর ‘Service Settings’-এ গিয়ে ‘Do Not Disturb’ অপশনটিকে নির্বাচন করে দিন।
Vi ব্যবহারকারীদের জন্য DND চালু করার পদ্ধতি
যদি আপনার Vi-এর সিম থাকে, তাহলে প্রথমে Vi অ্যাপ খুলুন। এরপর মেনু অপশনে গিয়ে DND অপশনটিকে খুঁজুন। এরপর সেখান থেকে যেকোন অবাঞ্ছিত কল বা বার্তাগুলিকে সরাসরি ব্লক করে দিন। এর ফলে আপনাকে স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার বিষয়ে আর কোনও চিন্তা করতে হবে না।
জানিয়ে রাখি, DND এমন একটি কার্যকর সমাধান, যা আপনার গোপনীয়তাকেও রক্ষা করে। ফলে বারবার টেলিমার্কেটিং কল আর আপনাকে বিরক্ত করবে না। তাই এখন থেকেই এই পদ্ধতিগুলি অবলম্বন করুন এবং মুক্তি পান সমস্ত স্প্যাম কল থেকে।