এবারে ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার কথা জানা গেল, বিশেষ করে গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য। ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের জন্য নানা কল্যাণ মূলক প্রকল্প আনা হয়। বিশেষত গরিব ও প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে এই ধরনের স্কিম চালু করা হয়। এর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হলো বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ প্রকল্প, যা “উজ্বলা যোজনা” নামে পরিচিত। এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন কে এই সুবিধা পেতে পারেন, কীভাবে আবেদন করবেন, এবং আবেদন করার সময় কী তথ্য ও ডকুমেন্ট লাগবে।
আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?
বিনামূল্যে রান্নার গ্যাস দেবে সরকার
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গরিব পরিবারের মহিলাদের রান্নার জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ করা। আসলে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে দেখা যাক ২০২৫ সালের কারা ও কীভাবে এই স্কিমের সুবিধা পাবেন।
ফ্রি রান্নার গ্যাস পাওয়ার শর্ত
- যাদের বিপিএল (BPL) কার্ড আছে
- অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ভুক্তভোগীরা
- যারা SC, ST, OBC, সংখ্যা লঘু, তফসিল উপজাতি ও গ্রামীণ দরিদ্র শ্রেণির অন্তর্গত
- পরিবারের কোনও সদস্যের আগে কোন LPG কানেকশন নেই
কোন প্রকল্পের মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে?
সরকারের এই উদ্যোগটি মূলত প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার আওতায় আসে। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগ, প্রথম সিলিন্ডার ও স্টোভ দেওয়া হয়, বর্তমানে PMUY 2.0 চলছে, যেখানে অতিরিক্ত সুবিধা হিসেবে প্রথম রিফিল সিলিন্ডারটিও বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে। আবেদন করার দুইটি উপায় রয়েছে অনলাইনে ও অফলাইনে।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়