পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বকেয়া ২৫ শতাংশ ডিএ সরাসরি নগদে হাতে না দিয়ে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) জমা করা হতে পারে। এই সম্ভাবনা বিভিন্ন আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে আরও জোরালো হচ্ছে। আসুন, এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?
আদালতের রায় ও নির্দেশাবলী:
অতীতে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট) এবং কলকাতা হাইকোর্ট ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে।
- স্যাট-এর রায়: ২৬ জুলাই, ২০১৯ সালের স্যাট-এর একটি রায়ে উল্লেখ করা হয়েছিল যে, রাজ্য সরকার মহার্ঘ ভাতার বকেয়া নগদে পরিশোধ করতে পারে অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জি পি এফ) জমা দিতে পারে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে।
- কলকাতা হাইকোর্টের রায়: পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একই ধরনের পর্যবেক্ষণ দেয়। আদালত জানায়, বকেয়া ডিএ নগদে দেওয়া যেতে পারে অথবা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে তা পিএফ অ্যাকাউন্টে জমা করা যেতে পারে।
বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এর মধ্যেই সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথা উল্লেখ আছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের