Bangla News Dunia, Pallab : পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড পার করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। আর তারই দৌলতে দক্ষিণবঙ্গ বুধবার রাতে হঠাৎই তুমুল ঝড় বৃষ্টির মুখে।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী এদিন সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়ার আকাশে মেঘ জমতে শুরু করেছিল। রাত নটা নাগাদ প্রথমে দমকা হাওয়া এবং তার কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এই জেলাগুলোয়।
তবে ঝড় বৃষ্টির দাপট শুধু এই জেলাগুলোতেই সীমাবদ্ধ ছিল না। হুগলি জেলারও বিস্তীর্ণ এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে দক্ষিণবঙ্গে এমনই খামখেয়ালি আবহাওয়া চলবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর হাওয়া অফিস।