Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আগামী ১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ। গত ২৬ মে চন্দ্রগ্রহণের ১৫ দিন পর। আর এই ১৫ দিনের মধ্যে মাত্র ২০২১ সালের আরও একটি গ্রহণ আসন্ন। এই বিষয়ে বৈদিক জ্যোতিষ মত কী বলছে দেখা যাক ——-
১. বৈদিক জ্যোতিষ মতে চন্দ্র বা সূর্যের ওপর গ্রাস শুভ নয়। এই সময় বহু অশুভ প্রভাব থেতে মেডিটেশন দিতে পারে মুক্তি।
২. যেসব সমস্ত জায়গা থেকে এই গ্রহণ দেখা যায়, সেই জায়গাগুলিতে এর সবচেয়ে বেশি কুপ্রভাব পড়ে।
৩. বৈদিক জ্যোতিষ মতে গ্রহণের হাত ধরে পরিবর্তন হতে পারে। জ্যোতিষ মত বলছে গ্রহণের সঙ্গে সঙ্গে আসে পরিবর্তন। পরিবর্তন থেকে কোনও মানুষই নিজেকে বাঁচাতে পারেনা।
৪. গ্রহণের সময় বিয়ে , প্রমোশন, কেরিয়ারে পরিবর্তন বা সন্তান জন্মের খবর আসতে থাকে। আর বহুজনের জীবনে নানান পরিবর্তন হয়। প্রতিটি গ্রহণই একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে যায় বহুজনের জীবনে।
৫. গ্রহণের হাত ধরে মানুষ সংবেদনশীল হয় বলেও দাবি বৈদিক জ্যোতিষের। গ্রহণের সঙ্গেই অনেকেই জীবনে নতুন কোনও কিছুর শুরু হয়।
৬. শাস্ত্র মতে , সূর্যগ্রহণের হাত ধরে বহু গোপন বিষয় এই সময় বেরিয়ে আসতে পারে। এমন সময় অনেকের অন্দরের বহু গোপন কথা বেরিয়ে আসতে পারে।
৭. বৈদিক জ্যোতিষ মতে, সূর্যগ্রহণের সময় বহু নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে। গ্রহণের সময় বহু ঝগড়া বা অশান্তির সম্ভাবনা থাকে।
তাই গ্রহনের দিন পূজা অর্চনা করুন। মেডিটেশন করুন আর ফ্রী মাইন্ডে থাকুন।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই পরিস্থিতিতে আরও বেশি সচেতন হোন। মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।