Bangla News Dunia, Pallab : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। যদিও রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এখনও বেশ খানিকটা দেরি, কিন্তু হাতে সময় থাকলেও সিংহাসন দখলের লড়াইয়ে এখন থেকেই মুখিতে রয়েছে রাজনৈতিক দলগুলি। আর এই আবহে বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক সভা থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের জন্য একাধিক প্রকল্পের কর্মসূচি পরিচালনা করতে চলেছেন।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
কেন্দ্রের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ মে, বৃহস্পতিবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই দিন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে BJP-র শীর্ষনেতাদের নিয়ে মেগাসভা বসতে চলেছে। সেখানে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে। পুরোদমে শুরু মেগা সভার প্রস্তুতি। তাই আজ সকালে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মণ এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারাও।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেখানে একাধিক প্রকল্প নিয়ে একাধিক বৈঠকে সামিল হয়েছিলেন। এবং সেখানকার স্থানীয়দের সঙ্গেও নানা বার্তালাপ করেছিলেন। আর সেই আবহের রেশ কাটতে না কাটতেই ফের নরেন্দ্র মোদীর এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক মহলে এক বড় আলোড়ন ফেলতে চলেছে।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !