বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির রেড অ্যালার্ট জারি, কোন কোন জেলায়? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষা ঢুকেছে বাংলায়। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ৬ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তুমুল বৃষ্টির রেড অ্যালার্ট

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৬ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩-৫ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৭৬ শতাংশ।

আরও পড়ুন:- ১ জুন থেকে এই ফোনগুলিতে কাজ করবে না WhatsApp, আপনার ফোন নেই তো?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন