বড় খবর ! SLST-এর বিষয়ভিত্তিক যোগ্যতায় বদল, সুযোগ বাড়লো হাজার হাজার চাকরিপ্রার্থীর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি দ্বিতীয় SLST (State Level Selection Test) পরীক্ষার জন্য দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিগুলিতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পদের জন্য বিষয়ভিত্তিক যোগ্যতার একটি বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। এর ফলে অনেক নতুন চাকরিপ্রার্থী বিভিন্ন বিষয়ের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?

এই নতুন তালিকা প্রকাশের মূল উদ্দেশ্য হলো, কোন কোন বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতকের ডিগ্রি থাকলে নির্দিষ্ট পদের জন্য আবেদন করা যাবে, তা স্পষ্ট করা।

একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা (XI-XII)

একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য বিভিন্ন বিষয়ের সমতুল্য যোগ্যতা নিচে দেওয়া হলো:

  • অ্যাকাউন্টেন্সি: M.Com. অথবা B.Com.-এর পরে MBA (Finance) ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
  • অ্যাগ্রোনমি: M.Sc. in Agriculture with Agronomy।
  • বাংলা: ফোকলোর, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • বায়োলজিক্যাল সায়েন্স: বোটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রো-বায়োলজি, বায়ো-টেকনোলজি, সেরিকালচার, মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, ইকোলজি (বোটানি অনার্স সহ), এগ্রিকালচারাল বোটানি, প্ল্যান্ট ফিজিওলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স (বোটানি/জুলজি/ফিজিওলজি অনার্স সহ) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • কেমিস্ট্রি: বায়ো-কেমিস্ট্রি, B.Tech./M.Tech in Plastic & Robber Technology (কেমিস্ট্রি অনার্স সহ), পলিমার সায়েন্স ও টেকনোলজি/কেমিক্যাল টেকনোলজি/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (কেমিস্ট্রি অনার্স সহ)।
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন: MCA, B.E. বা B.Tech. (যেকোনো বিভাগ) এবং কম্পিউটার্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।
  • কম্পিউটার সায়েন্স: M.Sc. in Computer Technology, M.Tech in Information Technology, M.Sc. in Information Technology, অ্যাপ্লায়েড কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট (কম্পিউটার সায়েন্স অনার্স সহ), MCA।
  • কমার্স: B.Com. (অনার্স) এর পরে MBA (Finance)।
  • এডুকেশন: M.Ed. ডিগ্রি।
  • এনভায়রনমেন্টাল স্টাডিজ: এনভায়রনমেন্টাল সায়েন্স।
  • ভূগোল: জিওগ্রাফি অনার্সের পরে রিমোট সেন্সিং ও জিআইএস, জিওইনফরমেটিক্স বা রুরাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর।
  • ইতিহাস: ইতিহাস অনার্সের পরে আর্কিওলজিতে স্নাতকোত্তর।
  • গণিত: ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সে M.Sc.।
  • মিউজিক: M.Mus, M.A. in Musicology, যন্ত্রসংগীত (Percussion), রবীন্দ্রসংগীত, বা ভোকাল মিউজিকে M.A.।
  • নিউট্রিশন: M.Sc. in Dietetics & Community Nutrition & Management, B.Sc. এর পরে M.Sc. in Food Processing and Nutrition Sciences।
  • ফিজিক্যাল এডুকেশন: M.P.Ed.।
  • পদার্থবিদ্যা (Physics): বায়ো-ফিজিক্স, ইলেকট্রনিক সায়েন্স, অপটিক্স ও অপটো ইলেকট্রনিক্স, অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, বা রেডিও ফিজিক্স ও ইলেকট্রনিক্সে B.Tech (ফিজিক্স অনার্স সহ)।
  • রাষ্ট্রবিজ্ঞান (Political Science): ইন্টারন্যাশনাল রিলেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর।
  • সংস্কৃত: আচার্য (M.A.)।
  • ভিজ্যুয়াল আর্টস: মাস্টার্স ইন ফাইন আর্টস (FA) বা মাস্টার্স ইন ডিজাইন (DES)।

অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

নবম-দশম শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা (IX-X)

নবম-দশম শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক যোগ্যতাগুলো হলো:

  • বাংলা: তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বা ফোকলোর বিষয়ে স্নাতকোত্তর।
  • জীবন বিজ্ঞান (Life Science): স্নাতক স্তরে বোটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রো-বায়োলজি, বায়ো-টেকনোলজি, সেরিকালচার, মলিকিউলার বায়োলজি, অ্যানথ্রোপলজি, জেনেটিক্স, বা এনভায়রনমেন্টাল সায়েন্স (বোটানি/জুলজি/মাইক্রোবায়োলজি/ফিজিওলজি সহ) থাকতে হবে। স্নাতকোত্তর স্তরেও এই বিষয়গুলি গ্রহণযোগ্য।
  • ভূগোল: জিওগ্রাফি অনার্সের পরে রিমোট সেন্সিং ও জিআইএস, জিওইনফরমেটিক্স বা রুরাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর।
  • ইতিহাস: ইতিহাস অনার্সের পরে আর্কিওলজিতে স্নাতকোত্তর।
  • গণিত: ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সে M.Sc.।
  • ভৌতবিজ্ঞান (Physical Science): স্নাতক স্তরে কেমিস্ট্রি, ফিজিক্স, ইলেকট্রনিক্স, বা বায়ো-কেমিস্ট্রি/এনভায়রনমেন্টাল সায়েন্স (কেমিস্ট্রি/ফিজিক্স/ম্যাথমেটিক্স সহ) থাকতে হবে।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন