Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন থেকে নাম বদলে যাচ্ছে জ়োম্যাটোর। এক ক্লিকে রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সংস্থা এ বার থেকে পরিচিত হবে অন্য নামে। বৃহস্পতিবার জ়োম্যাটোর সিইও দীপিন্দর গোয়াল একটি চিঠিতে এই ঘোষণার কথা লিখেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, এখন থেকে জ়োম্যাটোর নাম বদলে হবে ‘এটারন্যাল লিমিটেড’ (Eternal Ltd)। কেন? সেই কারণটিও জানিয়েছেন তিনি। জ়োম্যাটোর ব্যবসা এখন আর শুধু অনলাইন খাবার ডেলিভারিতে সীমাবদ্ধ নেই। আরও একাধিক ই-কমার্স ও ক্যুইক কমার্স ব্যবসায় টক্কর দিচ্ছে এই সংস্থা। সেই সবকিছু মাথায় রেখেই সংস্থার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীপিন্দর গোয়াল জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ ভাবে Eternal নামটি ব্যবহার হচ্ছিল। ক্যুইক কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট অধিগ্রহণ করার পর থেকেই এমন আলোচনা চলছিল বলে জানিয়েছেন তিনি। এ বার সামগ্রিকভাবে এই পথেই হাঁটছে সংস্থা। কর্পোরেট সংস্থাটির নাম জ়োম্যাটো থেকে বদলে হয়ে যাচ্ছে Eternal। সংস্থা ও ব্র্যান্ড আলাদা করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। জ়োম্যাটো অ্যাপের নাম একই থাকবে, অর্থাৎ অনলাইন ফুড ডেলিভারির ব্যবসার নাম জ়োম্যাটোই থাকবে। Zomato Ltd-এর নাম বদলে হয়ে যাবে Eternal Ltd, জানিয়েছেন দীপিন্দর। এই Eternal Ltd-এর অধীনে থাকছে চারটি ব্যবসার ইউনিট, Zomato, Blinkit, Hyperpure এবং District. সংস্থার অংশীদারেরা এই নাম বদলে সম্মতি দিলে ওয়েবসাইটে নাম বদলে যাবে। স্টক মার্কেটেও তখন থেকে এই শেয়ারের নাম হয়ে যাবে ETERNAL
২০০৭ সালে পথ চলা শুরু করেছিল জ়োম্যাটো। তখন সেটা শুরু হয়েছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা হিসেবেই। তার পর থেকে ক্রমশ আড়ে-বহরে বেড়েছে এই সংস্থা। আরও একাধিক ব্যবসা খুলেছে এটি। তার মধ্যে ক্যুইক কমার্স ব্লিনকিট-সহ আরও ২ সংস্থা রয়েছে।
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে