বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়ক, কবে থেকে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভরা পর্যটনের মরশুমে ফের সাময়িক সময়ের জন্য বন্ধ হতে চলেছে 10 নম্বর জাতীয় সড়ক। বর্ষার আগে মেরামতির কারণেই বন্ধ রাখা হবে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার এই প্রধান রাস্তার বেশ খানিকটা অংশ ৷

সেভক-রংপো পর্যন্ত এলাকার মধ্যেই রক্ষণাবেক্ষণের কাজ হবে ৷ আর তাই ওই এলাকায় আপাতত যান চলাচলে বিধি নিষেধ জারি হয়েছে। ফলে যাতায়াতে সমস্যা হবে পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রীদের।

ইতিমধ্যে কালিম্পং জেলা প্রশাসন রাস্তা বন্ধের বিষয়ে নির্দেশিকা জারি করেছে। আগামী 9 মে থেকে বন্ধ হবে 10 নম্বর জাতীয় সড়ক। ‘ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন’ বিজ্ঞপ্তি জারি করে ছ’দিন জাতীয় সড়ক বন্ধের কথা জানিয়েছে । তবে টানা বন্ধ থাকবে না জাতীয় সড়ক ৷ দু’ঘন্টা কাজের পর এক ঘন্টা ছাড় দেওয়া হবে। কেবল পর্যটকদের সুবিধার জন্যই ওই ছাড় দেওয়া হচ্ছে।

কেন বন্ধ ?

গরম শেষ হলেই বর্ষা আসবে। উত্তরবঙ্গের বৃষ্টিতে জাতীয় সড়কের উপর মাঝেমধ্যেই ধস নামে। অতীতে ধসের কারণে টানা বেশ কয়েক মাস বন্ধও রাখতে হয়েছিল ওই জাতীয় সড়ক। ধসের কথা মাথায় রেখে এবার আগেভাগেই জাতীয় সড়ক মেরামতির সিদ্ধান্ত নেওয়া নিয়েছে প্রশাসন।

কখন কখন বন্ধ ?

ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম দফায় 9 মে থেকে 11 মে এবং দ্বিতীয় দফায় 13 মে থেকে 15 মে জাতীয় সড়কের সেভক থেকে রংপো পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। রাস্তা বন্ধের সময়

  • সকাল 5টা থেকে সকাল 7টা
  • সকাল 8টা থেকে সকাল 10টা
  • সকাল 11টা থেকে দুপুর 1টা
  • দুপুর 2 টো থেকে বিকেল 4টা
  • বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা।

    প্রতি দু’ঘন্টা অন্তর এক ঘন্টা করে ছাড় থাকবে। ওই সময় কেবল পর্যটকদের গাড়ি যাতায়াত করবে । ট্রাক থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে না। বিশেষ পরিস্থিতিতে কাজ চলাকালীন কেবল নির্মাণ কাজের সঙ্গে সরাসরি জড়িত যানবাহনগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হবে। ভারী যান আলগাড়া এবং গরুবাথান দিয়ে চলাচল করবে।

এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম বলেন, “ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদের জানিয়েছে, সেভক থেকে রংপো পর্যন্ত মেরামতের কাজ করবে। সেই কারণে যানবাহন চলাচল ব্যাহত হবে। ভারী যান বিকল্প পথে চলাচল করবে। মেরামত ও সংস্কারের কাজের সময় পর্যটকদের জন্য বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।”

আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন