বর্তমানের সঙ্গে সাক্ষাৎ প্রাক্তনের ! চনমনে বিজেপির পুরনো কর্মীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানের সঙ্গে সাক্ষাৎ প্রাক্তনের। শমীক ভট্টাচার্য্য যখন BJP-র রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তখন দিলীপ ঘোষ ছিলেন কলকাতা থেকে অনেক দূরে দুর্গাপুরে। রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্য এবার নিজে ফোন করেছিলেন দিলীপ ঘোষকে। শমীকের বার্তা পেয়ে এবার সল্টলেকে বিজেপি দপ্তরে হাজির দিলীপ। পূর্বসূরীকে কাছে পেয়ে রীতিমতো যেন চাঙ্গা মেজাজ শমীক ভট্টাচার্যেরও। সল্টলেকের দপ্তরে হাজির কয়েকশো কর্মীর উদ্দেশ্যে তিনি বললেন, “১৫ দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে।” সেই সঙ্গে দলের অগণিত কর্মীদের আশ্বস্ত করে শমীক ভট্টাচার্য জানান, শীঘ্রই তিনি জেলা সফরেও যাবেন ও সবার সঙ্গে দেখাও করবেন।

আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?

দিন কয়েক আগেই সুকান্ত মজুমদারকে সরিয়ে শমীক ভট্টাচার্যকে দলের রাজ্য সভাপতি করেছে বিজেপি। কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে শমীক ভট্টাচার্যকে দলের রাজ্য সভাপতি হিসেবে বরণ করে নেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। সূত্রের খবর, শমীক ভট্টাচার্য তাঁর অভিষেকের অনুষ্ঠানে দিলীপ ঘোষকেও উপস্থিত থাকতে অনুরোধ করেছিলেন। তিনি নাকি নিজে ফোন করেছিলে দিলীপ ঘোষকে। যদিও সেই সময় দলের রাজ্য নেতৃত্বের তরফে দিলীপ ঘোষের কাছে আলাদা করে আমন্ত্রণপত্র না যাওয়ায় শমীকের অভিষেকের অনুষ্ঠানে গরহাজির ছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

তবে এবার শমীক ভট্টাচার্য নিজে আরও একবার ফোন করেছিলেন দিলীপ ঘোষকে। সেই ফোনেই মঙ্গলবার বিকেলে সল্টলেকের বিজেপির কার্যালয়ে হাজির দিলীপ ঘোষ। শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রীতিমতো যেন চনমনে বিজেপির পুরনো কর্মীরাও। সল্টলেকের বিজেপি দপ্তরে এদিন সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে জড়ো হয়েছিলেন বিজেপির কর্মীরা। দিলীপ ঘোষ যখন বিকেল চারটের পরে বিজেপি দপ্তরে ঢুকছেন তখন তাঁকে ঘিরে উপচে পড়া ভিড়।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন