বর্ষাকালে বাড়ির সুস্বাস্থ্য বজায় রাখুন , মেনে চলুন কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাইরে লাগাতার বৃষ্টি। জানলা অল্প খোলা রাখলে ঠান্ডা হাওয়া। পুরো ব্যাপারটা জমে ক্ষীর। বিকেলে যদি এক কাপ চা, সঙ্গে আলুর চপ থাকে, তাহলে তো কথাই নেই। তুমি অবে এসব প্ল্যানিং নষ্ট হতে পারে যদি দেখেন ঘরের একটি দেওয়াল রয়েছে ভিজে। ঘর জুড়ে কেমন স্যাঁতসেঁতে ভাব। বৃষ্টিতে ভিজে জানলার গ্রিলগুলোতে জং ধরেছে। কিন্তু নো চিন্তা, কয়েকটা জিনিস মেনে চললেই এসবকে খুব সহজেই এড়িয়ে যাওয়া যায়।

দেখুন একনজরে ———

১. ঘর বাড়ির যত্ন নিন নিয়মিত। বর্ষাকালের আগে চেষ্টা করুন বাড়ি রং করানোর। যদি রং না করিয়ে উঠতে পারেন, তাহলে দাদা প্রাইমার বা হোয়াইট ওয়াশ করিয়ে নিন।

২. জানলার গ্রিলে জং ধরলে, ব্যবস্থা নিন। দ্রুত গ্রিল গুলোকে ডিপ রং করিয়ে নিন। দরকার পড়লে জানলার উপরের সানসেট গুলোকে মেরামত করুন। দরকারে জানলার বাইরে প্লাসটিক ঢাকা দিতে পারেন। বৃষ্টি কমে গেলে প্লাসটিক সরিয়ে দেবেন।

avilo home

৩. রোজ বৃষ্টি হলে জানলা, দরজা বন্ধ করে রাখুন। ঘরের মেঝেতে বৃষ্টির জল পড়লে, তৎক্ষণাৎ ব্যবস্থা নিন। মেঝে নষ্ট হতে পারে।

৪. দরজা ও জানলার ধার থেকে কিছুটা দূরে সরিয়ে নিন কাঠের আসবাবকে। জলের ঝাপ্টা থেকে বাঁচাতে এটাই উপায়। বাড়িতে কাঠের কাজ চললে তা শেষ করুন বর্ষা পড়ার আগে। আলমারির ভিতর স্যাঁতসেঁতে ভাব কাটাতে রাখুন ন্যাপথলিন। খানিকটা নিমপাতাও রাখতে পারেন।

৫. সম্ভব হলে একজন বিশেষজ্ঞ কারিগরের সঙ্গে যোগাযোগ করুন। গোটা বাড়ির অবস্থান ও পরিস্থিতি দেখে উপযুক্ত পরামর্শ দিতে সক্ষম হবেন।

সর্বোপরি নিজের স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখছেন তেমন বাড়ির স্বাস্থ্যের দিকেও নজর দিন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন