বর্ষায় বিপজ্জনক, মরণফাঁদে পরিণত হয় উত্তরবঙ্গের এই জায়গাগুলি; ঘুরতে যাওয়ার আগে জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  উত্তরবঙ্গের পাহাড়, ঝরনা, নদী, আর অরণ্যে ঘেরা স্বর্গীয় সৌন্দর্য অনেককেই আকর্ষণ করে। কিন্তু বর্ষা এলেই এই স্বর্গ পরিণত হয় ভয়ংকর এলাকায়। ধস, বন্যা, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, মোবাইল নেটওয়ার্ক না থাকা—সব মিলিয়ে সেসময় পর্যটকদের জন্য তা হয়ে ওঠে বিপজ্জনক। তাই যারা উত্তরের প্রকৃতি দেখতে চান, তাদের এখনই ঘুরে আসা উচিত এই জায়গাগুলি। নিরাপদে পরিবার নিয়ে ঘোরার এটাই সুবর্ন সময়। নইলে ফের অক্টোবর মাসের পর যোগাযোগ করতে হবে।

বর্ষার আগে ঘুরে আসার মতো উত্তরবঙ্গের বিপজ্জনক স্থানগুলির তালিকা:

কালিম্পং – বর্ষায় ল্যান্ডস্লাইডের সম্ভাবনা খুব বেশি।

লাভা ও লোলেগাঁও – পাহাড়ি রাস্তা বর্ষায় বিপজ্জনক হয়ে ওঠে।

দার্জিলিং – টানা বৃষ্টিতে রাস্তাঘাট ও পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটে।

মিরিক – লেকের চারপাশে ভিজে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা।

আরও পড়ুন:- দেশের সুরক্ষায় কাজ করছে 10টি স্যাটেলাইট, জানালেন ইসরোর চেয়ারম্যান

সান্দাকফু ট্রেক রুট – ট্রেকিং অসম্ভব হয়ে ওঠে, কাদায় ভরা পথ।

কার্শিয়ং – রাস্তা ক্ষতিগ্রস্ত হয় টানা বৃষ্টিতে।

বক্সা টাইগার রিজার্ভ – বর্ষায় বন্যা ও জঙ্গলপথ বন্ধ।

জলদাপাড়া – প্রবল বৃষ্টিতে হাতি চলাচল বেড়ে যায়, বিপদ বাড়ে।

চালসা ও মালবাজার – বর্ষায় তিস্তা ও অন্যান্য নদীর জলস্তর বেড়ে যায়।

গরুমারা ন্যাশনাল পার্ক – প্রবেশ বন্ধ করে দেওয়া হয় বর্ষায়।

গুরুত্বপূর্ণ সমস্যা যা জানা দরকার:
রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা: বর্ষাকালে উত্তরবঙ্গের বহু রাস্তা ধস বা কাদা জমার কারণে বন্ধ হয়ে পড়ে। নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে পারেন: দুর্গম এলাকাগুলিতে মোবাইল বা ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। ইমারজেন্সি পরিষেবা বন্ধ থাকে: মেডিকেল, পুলিশ বা রেসকিউ সার্ভিস পৌঁছতে পারে না সময়মতো।

আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন