বর্ষায় বিপদ এড়িয়েও কীভাবে ঘুরবেন সিকিম? খেয়াল রাখুন এই ১০ জিনিস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষাকালে সিকিম মানেই বিপদের আশঙ্কা—ধস, বন্যা আর রাস্তা বন্ধ। কিন্তু সঠিক প্রস্তুতি নিলে এই সুন্দর রাজ্যে ভ্রমণ করা যায় নিরাপদে। জেনে নিন কীভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা করে ঘুরে আসবেন নির্ভয়ে।

বর্ষাকালে সিকিমে ঘোরার পূর্বে-পরে সম্পূর্ণ সতর্কতামূলক গাইড:

মৌসুম বুঝে প্ল্যান করুন:
জুলাই-সেপ্টেম্বর সিকিমে সবচেয়ে বেশি বর্ষা হয়। এই সময় ট্রিপ করলে ৪-৫ দিন হাতে নিয়ে রাখুন। আবহাওয়ার খবর দেখে যাত্রা দিন নির্ধারণ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতি:
লাচেন-লাচুং, নাথুলা ভ্যালি ঘুরতে হলে ভ্রমণ অনুমতি প্রয়োজন। পরিচয়পত্রের কপি ও ২টি পাসপোর্ট সাইজ ফটো রাখুন।

ট্র্যাভেল ইন্স্যুরেন্স করিয়ে নিন:
যে কোনও প্রাকৃতিক বিপর্যয় বা মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে ট্র্যাভেল ইন্স্যুরেন্স খুবই প্রয়োজনীয়।

আরও পড়ুন:- বাড়ছে করোনা, রেল যাত্রীদের ওপর কোন নির্দেশিকা জারি করল ভারতীয় রেল ?

যাত্রার সময় পছন্দ করুন ডে-জার্নি:
বর্ষায় রাতের সময় পাহাড়ি রাস্তায় ধস বেশি হয়, তাই সকাল-দুপুরে ভ্রমণ করুন।

গাড়ির পছন্দ ও চালক নির্বাচন
স্থানীয় অভিজ্ঞ ড্রাইভার এবং ৪x৪ গাড়ি বেছে নিন। প্রয়োজন হলে গ্যাংটক থেকে প্রি-বুকিং করে রাখুন ট্যুর অপারেটরের মাধ্যমে।

সঙ্গে কী কী রাখবেন:

রেইনকোট, ছাতা

ওষুধ (পেট, সর্দি, বমি, ব্যথা)

পাওয়ারব্যাঙ্ক

টর্চ, হ্যান্ড স্যানিটাইজার

ড্রাই ফুড, জলের বোতল

প্রয়োজনীয় নগদ টাকা

থাকার জায়গা নির্বাচন করুন:

সুনির্দিষ্ট হোটেল/হোমস্টে বেছে নিন যাদের বৈধ রেজিস্ট্রেশন আছে ও যারা এনডিআরএফ অনুমোদিত অঞ্চল বা ‘সেফ জোন’-এ অবস্থিত।

খাবার বাছুন হালকা ও স্বাস্থ্যকর:

জলযুক্ত সবজি, রুটি, ওটস, স্যুপ জাতীয় খাবার রাখুন। খোলা খাবার এড়িয়ে চলুন।

বিপদে যোগাযোগের উপায়:
সিকিম ট্যুরিজম হেল্পলাইন: +91-3592-202465

NDRF, সিকিম: 101 / 108

পুলিশ কন্ট্রোল রুম: 100
স্থানীয় হোটেলের হেল্প ডেস্ক থেকে রোজকার আপডেট জেনে নিন।

ফেরার পরিকল্পনা ফ্লেক্সিবল রাখুন:

ট্রেন বা ফ্লাইট বুকিং রাখুন পরিবর্তনযোগ্য (refundable)। আবহাওয়া খারাপ হলে একদিন বাড়িয়ে নিন।

বর্ষায় সিকিম ভ্রমণ, সিকিমে ধস থেকে বাঁচার উপায়, পাহাড়ে ঘুরতে যাওয়ার সতর্কতা, সিকিম ভ্রমণ নিরাপদ কবে, বৃষ্টি কালে কোথায় ঘুরতে যাওয়া ভালো

আরও পড়ুন:- ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। আরও সহজ হবে চিকিৎসা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন