Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘শয়তান’কে কোনও মতেই বাইরে রাখা যাবে না। তাকে ধরে ঢোকানো হবে গারদে। এই লক্ষ্য নিয়ে ইউনূসের সরকার বাংলাদেশে শুরু করেছে এক বিশেষ অভিযান । এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’ বা ‘শয়তানের খোঁজ’-এ অপারেশন। বাংলাদেশের পুলিশ জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১৩০৮ জনকে।
আওয়ামি লিগের অভিযোগ, তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্যই এই চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করার ডাক দিয়েছেন। তারপরেই দেশজুড়ে ওই অভিযান শুরু হয়েছে।
গত বছরের অগস্টে পতন হয় শেখ হাসিনার সরকারের । প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে একাধিক বিবৃতি এবং ভাষণ দিয়েছেন হাসিনা। তাঁর দেওয়া সাম্প্রতিক ভাষণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের বাসভবন। ধানমন্ডিতে ওই ঘটনার পর উত্তেজনা ছড়ায় গাজিপুরে। এই পরিস্থিতিতেই শনিবার রাত থেকে ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
এই অভিযানে কাদের গ্রেপ্তার করা হবে তা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেই গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের পুলিশকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া ওই অভিযানে, রবিবার দুপুর পর্যন্ত সারা দেশে মোট ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সব ‘শয়তান’-এর খোঁজ পাওয়া যাবে না এবং তাঁদের উপড়ে ফেলা যাবে না ততক্ষণ এই অভিযান চলবে। গাজিপুরের ঘটনায় বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গাজিপুরে হামলা চালানো হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পড়ুয়াদের উপর। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে গাজিপুরে প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালানো হয়। তখনই আক্রান্ত হয় কয়েকজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন পড়ুয়ারা। তখন তাঁদের মারধর করা হয়। এর পরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
রবিবারই মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে এই অভিযান।
আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?
আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?