Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হয়েছিল হাইকোর্টে। কিন্তু জেলমুক্তি হওয়ার আগেই ফের তাঁকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটনের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে চিন্ময়কৃষ্ণ দাসকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন। শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।
অন্যদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল চট্টগ্রাম আদালত চত্বর। হিংসার ঘটনায় প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম। অভিযোগ, আদালত চত্বরেই কুপিয়ে এবং পিটিয়ে খুন করা হয়েছিল তাঁরে। সেই ঘটনাতেই এবার চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারির নির্দেশ দিল চট্টগ্রাম আদালত।