বাংলায় হঠাত্‍ পেট্রোল-ডিজেলের দাম বেড়ে গেল, কত বাড়লো ? জেনে নিন নতুন রেট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে হঠাৎ বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা সস্তা হয়েছে। ফলে আশা করা হচ্ছিল পেট্রোল-ডিজেলের দাম কমবে। কিন্তু রাজ্যে আচমকা সামান্য বাড়ল পেট্রোল-ডিজেল উভয় জ্বালানি তেলের দাম।

সোমবার সকাল থেকেই রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়। কলকাতায় পেট্রোল ছিল ১০৫ টাকা ১ পয়সা। বেড়ে হল প্রতি লিটারে হল ১০৫ টাকা ৪১ পয়সা।

ডিজেলের দাম চড়েছে ২০ পয়সা। কলকাতায় ডিজেলের দাম ছিল ৯১ টাকা ৮১ পয়সা। বেড়ে হয়েছে ৯২ টাকা ১ পয়সা। কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে এই দামেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল।

যদিও দেশের অন্য কোনও রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার খবর মেলেনি। অন্য রাজ্যগুলিতে দাম অপরিবর্তিত রয়েছে।

কী কারণে দামবৃদ্ধি?

রাজ্যের একেক জেলায় একেকটি দাম রয়েছে দুই জ্বালানির। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৬ টাকা ৬৯ পয়সা। বাঁকুড়ায় পেট্রোল ১০৬ টাকা ৩২ পয়সা প্রতি লিটার। বাঁকুড়ায় ডিজেলের দাম ৯২ টাকা ৮৭ পয়সা প্রতি লিটার। কোচবিহারে পেট্রোলের দাম ১০৬ টাকা ৫২ পয়সা।

কী কারণে দামবৃদ্ধি তা পরিষ্কার নয়। মনে করা হচ্ছে রাজ্যে পরিবহণ খরচের কিছু বদলের কারণে দামবৃদ্ধি হয়েছে।

এর আগে শেষবার গত ১ ডিসেম্বর থেকে রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম লিটারে ৬ পয়সা করে বেড়েছিল।

আরও পড়ুন:- পৃথিবীতে জীবনের শেষ কবে ? হিসেবে করে বলে দিলেন বিজ্ঞানীরা। জেনে নিন

আরও পড়ুন:- ১ লা জুন থেকে বদলাচ্ছে ট্রাফিক আইন, জেনে নিন নতুন নিয়ম ও জরিমানার বিধি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন