বাংলার উন্নয়নে 3.80 লক্ষ কোটি টাকা ঋণ নাবার্ডের, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের কৃষি ও গ্রামীণ উন্নয়নে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। সম্প্রতি নাবার্ড ঘোষণা করেছে, 2025-’26 অর্থবর্ষে (FY 26) পশ্চিমবঙ্গের জন্য অগ্রাধিকার খাতে ঋণের লক্ষ্যমাত্রা 20.63 শতাংশ বৃদ্ধি করে 3.80 লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

নাবার্ডের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি জেলার জন্য সম্ভাব্য ঋণ পরিকল্পনা (Potential Linked Credit Plans) তৈরি করা হয়েছে। এতে কোন কোন খাতে ঋণের প্রয়োজন, বাজারের সুযোগ, পরিকাঠামোর চাহিদা এবং ঋণ বণ্টনের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে।

নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, কৃষি ও কৃষি সংযুক্ত কর্মকাণ্ডের জন্য 1.27 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট অগ্রাধিকার ঋণের 33.42 শতাংশ। কৃষি রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে বাংলায়, তাই এই খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নাবার্ড জানিয়েছে। একই সঙ্গে কৃষক উৎপাদন সংস্থা (Farmer Producer Organisations – FPO) গুলির উন্নয়নে নজর দেওয়া হবে। কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও বিপণনের ওপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে নাবার্ডের প্রতিবেদনে।

আরও পড়ুন:- ‘আপনি কোট-প্যান্ট পরেন না কেন?’ হোয়াইট হাউজের সাংবাদিকের প্রশ্নের কি উত্তর দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ?

পশ্চিমবঙ্গের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতে ঋণের সম্ভাব্য পরিমাণ 2 লক্ষ কোটি টাকা, যা মোট অগ্রাধিকার ঋণের 52.63 শতাংশ। অর্থাৎ, কৃষির পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নেও বড়সড় ঋণ প্রবাহ নিশ্চিত করতে চাইছে নাবার্ড।

রাজ্যের কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিংহ মীনা জানিয়েছেন, এই অর্থবর্ষে ইতিমধ্যেই কৃষি খাতে 75,000 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে এই পরিমাণ 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নাবার্ডের নতুন ঋণ লক্ষ্যমাত্রা রাজ্যের কৃষি, শিল্প ও গ্রামীণ অর্থনীতির বিকাশে বড় ভূমিকা নেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর ফলে কৃষক ও উদ্যোক্তাদের অর্থনৈতিক সুযোগ আরও প্রসারিত হবে।

আরও পড়ুন:- রাজ্য পুলিশে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ চলছে! বিস্তারিত দেখে শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- এভাবে রোজ রুটি খেলে গলগলিয়ে বেরোবে খারাপ কোলেস্টেরল, রইল বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন