Bangla News Dunia, Pallab : বাংলার ঘর প্রকল্পে আসছে দ্বিতীয় কিস্তির টাকা। রাজ্য সরকার আবার গরিব মানুষের জন্য ভালো খবর এনেছে। বাংলার ঘর প্রকল্পে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। পঞ্চায়েত দপ্তর সব জেলার জেলাশাসকের কাছে টাকা পাঠানো শুরু করেছে। এই মে মাসের মধ্যেই টাকাটা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
আরও পড়ুন : ৫০% DA এখনই ? সুপ্রিম পর্যবেক্ষণে ভীষণ উচ্ছসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা
যারা তাদের ঘরের কাজ লিনটন পর্যন্ত শেষ করেছেন, তারাই এবার এই টাকা পাবেন। মোট ৮ লাখ উপভোক্তা এই টাকা পাবেন। যারা এখনো লিনটন পর্যন্ত কাজ শেষ করতে পারেননি, তারা এখনই টাকা পাবেন না। তাদের আগে কাজ শেষ করতে হবে।
গত বছর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। সেই টাকায় ঘরের নিচ থেকে ছাদ পর্যন্ত কাজ করার কথা ছিল। এবার দ্বিতীয় কিস্তিও ৬০ হাজার টাকা দেওয়া হবে।
পাড়ায় যদি কেউ লিনটন পর্যন্ত কাজ করে ফেলেন, তিনি টাকা পাবেন। আর যিনি করেননি, তিনি টাকাটা পাবেন না, এই দেখেই অনেকেই এখন দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পুরো প্রকল্প চালাচ্ছে রাজ্যের টাকায়। এক-একজনকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে ঘর তৈরির জন্য।
পঞ্চায়েতমন্ত্রী বলছেন, “এই মাসেই টাকা পাঠানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দেওয়া শুরু করবেন।”
আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন