বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা , বাকি ১৬ লক্ষ বাড়ির প্রথম কিস্তি ডিসেম্বরে, দেখুন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার, রাজ্য সরকার গ্রাম বাংলার মানুষদের পাকা বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে। যার প্রথম কিস্তি ৬০ হাজার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। আর আজ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করলো রাজ্য সরকার।

আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন

বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপে, ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকউন্টে ১ লক্ষ ২০ হাজার টাকা পাঠানো হলো। যার প্রথম কিস্তির শুভ সূচনা করেছিলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ই ডিসেম্বর ২০২৪। আর প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার, ২০ মে ২০২৫ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাঠালো রাজ্য সরকার, যার সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপে ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ ২০ হাজার টাকা পেলো। এর পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আরও ১৬ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে ১ লক্ষ ২০ হাজার টাকা বাড়ি বানানোর জন্য। কবে টাকা দেওয়া হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ডিসেম্বর(২০২৫) মাসে ১৬ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা চলে আসবে। এরপর মে (২০২৬) মাসে দ্বিতীয় কিস্তি ৬০ হাজার টাকা পেয়ে যাবেন। এইভাবে দুটো কিস্তিতে রাজ্য সরকারের তহবিল থেকে সম্পূর্ণ ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে বাড়ি বানানোর জন্য গ্রাম বাংলার মানুষদের।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন