Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জ্বালানির দাম বাড়ছে হু হু করে, কিন্তু আপনার বাইক দিচ্ছে না কাঙ্ক্ষিত মাইলেজ? এই ১০টি সহজ টিপস মেনে চললেই মাইলেজ বাড়বে চোখে পড়ার মতো।
রেগুলার সার্ভিসিং করান: প্রতি ২০০০-২৫০০ কিমি-র পর বাইক সার্ভিস করালে ইঞ্জিন সচল থাকে, মাইলেজ ভালো হয়।
সঠিক গিয়ারে চালান: বাইক চালানোর সময় যথাযথ গিয়ার পরিবর্তন করলে ইঞ্জিনের ওপর চাপ কম পড়ে, ফলে ফুয়েল কম খরচ হয়।
আচমকা ব্রেক ও এক্সেল এরিয়ে চলুন: হঠাৎ গতি বাড়ানো বা ব্রেক করা ফুয়েল খরচ বাড়ায়। স্মুথ রাইডিংয়ে মাইলেজ বাড়ে।
টায়ারের প্রেসার ঠিক রাখুন: কম প্রেসারে রাইড করলে বাইকের ফুয়েল খরচ বেড়ে যায়। প্রতি সপ্তাহে টায়ার প্রেসার চেক করুন।
সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করুন: লো গ্রেড অয়েল ইঞ্জিনের ক্ষমতা কমিয়ে দেয়। কোম্পানির নির্ধারিত ইঞ্জিন অয়েল ব্যবহার করুন।
স্টার্ট-স্টপ এড়িয়ে চলুন: জ্যামে বারবার স্টার্ট-স্টপ করলেই মাইলেজ কমে যায়। এমন পরিস্থিতিতে বাইক বন্ধ রাখাই ভালো।অতিরিক্ত লোড বহন করবেন না: বাইকে অতিরিক্ত ওজন থাকলে ইঞ্জিনে চাপ পড়ে, ফলে ফুয়েল বেশি লাগে।