বাজছে সাইরেন, মুম্বই উপকূলে সতর্কতা ! পর্যটনস্থল গুলিতে বাড়ল নিরাপত্তা

By Bangla News Dunia Dinesh

Published on:

bsf-and-army

Bangla News Dunia, Pallab : ভারত-পাকিস্তান সংঘাত (India-Pakistan Tension)। পাকিস্তানের আক্রমণে জোরালো প্রত্যাঘাত ভারতের। বৃহস্পতিবার রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে জবাব দেয় ভারতীয় সেনা। করাচি বন্দরে বড়সড়ো প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের রাজধানী ইসলামবাদেও বড়সড়ো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্তত ১৬টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। এদিকে কোয়েটায় হামলা চালিয়েছে বালোচ আর্মি। সব মিলিয়ে বিপর্যস্ত ইসলামাবাদ। এই পরিস্থিতিতে দিল্লিতেও চলছে তোড়জোড়।

আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন

দিল্লিতে (Delhi) জারি রয়েছে হাই অ্যালার্ট। সেখানে ঐতিহাসিক জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লালকেল্লা, কুতুব মিনার সহ পর্যটনস্থলগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ।

সীমান্তে সংঘর্ষের মধ্যেই মুম্বই উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের (Mumbai) সি বিচ থেকে লোকেদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে স্থানীয়দের বারণ করা হয়েছে। মুম্বইয়ের সমুদ্র তীরবর্তী এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে চণ্ডীগড়, মোহালিতে আকাশপথে আক্রমণের সতর্কতা জারি করেছে এয়ারফোর্স স্টেশন। চণ্ডীগড়ে বাজতে শুরু করেছে এয়ার সাইরেন। শহরের বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধান রয়েছেন।

আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন