Bangla News Dunia, Pallab : মোটামুটি মাসের ১০ তারিখের কাছাকাছি আসলেই মহিলাদের মোবাইলে একটি মেসেজ চলে আসে। তা হল- আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার সবথেকে বড় হাতিয়ার। জানা যাচ্ছে, এই প্রকল্পের সুবিধা প্রায় ২.২৬ কোটি নারী পাচ্ছে।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা সামনে আসছে। জানা যাচ্ছে, অনেকেই সময় মতো টাকা পাচ্ছে না। আবার অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক, লক্ষীর ভান্ডার প্রকল্পের বর্তমান অবস্থা, টাকা বাড়বে কিনা এবং মে মাসে টাকা পেতে হলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেগুলি।
লক্ষীর ভান্ডার প্রকল্প
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতী ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাস ১২০০ টাকা আর্থিক সহায়তা পান।
ভাতা কি বাড়তে চলেছে?
যদিও ২০২৫ এর বাজেটে সরকার আনুষ্ঠানিকভাবে ভাতা বাড়ানোর ঘোষণা করেনি। তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে। জানা যাচ্ছে, সাধারণ শ্রেণীর মহিলারা পেতে পারে প্রতি মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতী ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতে পারে প্রতি মাসে ১৮০০ টাকা করে ভাতা।
আর গত নির্বাচনের আগেও ঠিক এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। ফলে রাজনীতিবিদরা মনে করছে যে, একই পন্থা এবার আবারও গ্রহণ করতে পারে পশ্চিমবঙ্গ সরকার।