বাড়ি থেকে বেড় হতেই লিপস্টিক ব্যবহার করছেন ? কি বিপদ ডেকে আনছেন জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুন্দর সাজগোজ সব মেয়েরাই পছন্দ করে থাকে ৷ ত্বকের বিশেষ যত্ন নেওয়া থেকে শুরু করে বিভিন্ন সৌন্দর্য পণ্য ব্যবহার করা পর্যন্ত, মহিলারা প্রতিটি অনুষ্ঠানের জন্য নিখুঁত সাজের জন্য কঠোর পরিশ্রম করেন । যা বেশ সময় সাপেক্ষ ৷

চোখে কাজল, কপালে ছোট্ট টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক বাড়ি থেকে বেরোনোর আগে এটুকু সাজগোজ কমবেশি সকলেই করেন । লিপস্টিকের প্রতি অবশ্য বাড়তি প্রেম আছে অনেকেরই । লিপস্টিকে ঠোঁট না রাঙালে সাজ সম্পূর্ণ হয় বলে মনেই করেন না । কাজল না পরলেও চলবে, তবে লিপস্টিক পরতে ভোলেন না অনেকেই । লিপস্টিকের রং সাজগোজে বাড়তি চমক আনে । তবে বিশেষজ্ঞরা জানান, লিপস্টিকে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, ত্বকের জন্য তা একেবারেই ভালো নয় ।

Lipstick

অ্যালার্জির সমস্যা হতে পারে (Getty Image)

 

সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত এই পণ্যগুলির মধ্যে লিপস্টিক অন্যতম । এটি লাগালে কেবল মেকআপ সম্পূর্ণ হয় না, মুখে এক ভিন্ন উজ্জ্বলতাও আসে । এন আই এইচ- এর গবেষণা অনুসারে, বেশিরভাগ লিপগ্লস এবং লিপস্টিকে ক্রোমিয়াম, সীসা, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়ামের মতো রাসায়নিক থাকে । এটি ক্রমাগত ব্যবহার করলে গুরুতর পরিণতি হতে পারে । জেনে নিন, প্রতিদিন লিপস্টিক লাগানোর অসুবিধাগুলি ৷

শুষ্কতা এবং ঠোঁট ফাটা: লিপস্টিকে অনেক রঙ্গক, প্রিজারভেটিভ এবং সুগন্ধি থাকে যা ঠোঁট শুষ্ক করে তুলতে পারে । এমন পরিস্থিতিতে, সঠিক ময়েশ্চারাইজেশন ছাড়া ক্রমাগত লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে এবং ঠোঁট ফাটতে পারে ।

আরও পড়ুন:- নকল ওষুধ রুখতে বড়সড় পদক্ষেপ রাজ্যের। জানতে বিস্তারিত পড়ুন

অ্যালার্জির ঝুঁকি: লিপস্টিকে উপস্থিত কিছু উপাদান যেমন সুগন্ধি, রঙ বা প্রিজারভেটিভ অনেকের জন্য অ্যালার্জির ঝুঁকি তৈরি করে । এই অ্যালার্জির মধ্যে হালকা জ্বালা থেকে শুরু করে আরও গুরুতর লক্ষণ যেমন- ফোলাভাব, লালভাব বা চুলকানি হতে পারে ।

ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট হওয়া: নির্দিষ্ট কিছু লিপস্টিক, বিশেষ করে গাঢ় বা দীর্ঘস্থায়ী লিপস্টিক ব্যবহার করলে আপনার ঠোঁটের স্বাভাবিক রঙ হারাতে পারে । এই সমস্যাটি বিশেষ করে তখন ঘটে যখন দিনের শেষে লিপস্টিক পুরোপুরি অপসারণ করা হয় না ।

শরীরে ক্ষতিকারক পদার্থের প্রবেশ: কিছু লিপস্টিকে এমন উপাদান থাকতে পারে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে । এমন পরিস্থিতিতে, এর ক্রমাগত ব্যবহারের ফলে, এই ক্ষতিকারক উপাদানগুলি আমাদের শরীরে প্রবেশ করে, যা অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় ।

 

মস্তিষ্কের জন্য ক্ষতিকর: লিপস্টিকের ক্রমাগত ব্যবহার আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে । আসলে, এতে উপস্থিত সীসা নামক রাসায়নিকটি স্নায়ুজনিত ক্ষতি অর্থাৎ মস্তিষ্ক সম্পর্কিত ক্ষতির কারণ হতে পারে । শুধু তাই নয়, দুর্বল স্মৃতিশক্তি, প্রভাবিত স্নায়ু সংক্রমণ এবং ঘনত্বের অভাবের মতো সমস্যাও সীসার কারণে ঘটতে পারে ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3672908/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

আরও পড়ুন:- মাছ-মাংসের মতো প্রোটিন আছে এই ৪ খাবারে, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন