বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট? কি সিদ্ধান্ত নিলো RBI ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বাজারে বর্তমানে সবচেয়ে ব্যবহৃত নোট হল ৫০০ টাকার নোট। RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) সম্প্রতি এই নোট নিয়েই গুরুত্বপুর্ণ নির্দেশ জারি করেছে। ভারতবাসী আশঙ্কা করছে যে, তবে কি বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট? নাকি অন্য কোনো সিদ্ধান্তের পথে আরবিআই? অতীতে নোটবন্দি নিয়ে কম নাকাল হতে হয়নি এদেশের মানুষদের। ফের যদি নোট বাতিল হয় তবে সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। এখন কি সিদ্ধান্ত নিল RBI আসুন দেখে নেওয়া যাক।

৫০০ টাকার নোট নিয়ে কি জানালো RBI?

নোটবন্দীর পর ১০০, ২০০, ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট দেখেছেন ভারতবাসী। তার মধ্যে যেই নোটটি সর্বাধিক ব্যবহৃত সেটি হলো ৫০০ টাকার নোট (500 Rupee Note). আর যেটি তুলনায় কম ব্যবহৃত সেটি ছিল ২০০০ টাকার নোট। যথারীতি ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়েছে। কিন্তু আচমকা আশঙ্কা দেখা দিচ্ছে যে, এবার কি তবে বাতিল হওয়ার পথে ৫০০ টাকার নোটও? তবে এই বিষয়ে খবর মিলছে যে, কেন্দ্রীয় সরকার ৫০০ টাকার চলতি নোট বাতিল করার পরিকল্পনা করছে।

যে যে নোট ছাপানো বন্ধ হচ্ছে ভারতে

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাঁদের তরফে একটি রিপোর্ট পেশ করেছে। আর সেই রিপোর্টে আরবিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আগামী দিনে কিছু ভারতীয় নোট (Indian Currency) আর ছাপানো হবে না। যেমন, তার মধ্যে আছে ২ টাকা, ৫ টাকা, অথবা ২০০০ টাকার নোট। তবে এটা ভাবার কারণ নেই যে, আপনি এই নোটগুলি ব্যবহার করতে পারবেন না। এমনটা খবর মিলছে যে, ভবিষ্যতে বাজারে এই নোটের আর সরবরাহ আর বাজারে আসবে না।

এখনো পর্যন্ত ভারতবাসীর মধ্যে সবথেকে জনপ্রিয় ও সবথেকে বেশি ব্যবহৃত নোট হল ৫০০ টাকার নোট। এ বিষয়ে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, মোট সংখ্যার প্রায় ৪০.৯% জুড়ে ৫০০ টাকার নোট। শুধু তাই নয়, মোট মুদ্রার মূল্যের দিক থেকে এই নোট প্রায় ৮৬ শতাংশ শেয়ার ধরে রেখেছে। ফলে এই কথা স্পষ্ট যে, আগামী দিনে ২০০০ টাকার নোটের জায়গা দখল করতে চলেছে ৫০০ টাকার নোট।

কেন বাতিল হবে ৫০০ টাকার নোট?

তবে সম্প্রতি প্রকাশিত ভারতবর্ষের এক প্রথম সারির প্রতিবেদনের খবর অনুযায়ী, দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজাকশনকে আরও বাড়াতে কেন্দ্রীয় সরকার নাকি ৫০০ টাকার নোট বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে যদি ৫০০ টাকার নোট বাতিল হয়, তাহলে তার বদলে নতুন নোট আনা হতে পারে। পাশাপাশি, ভারতের বাজারে ৫০০ টাকার নকল নোট ছেয়ে গিয়েছে। তাই অনেকের মতে, দুর্নীতি রুখতে ২০০০ টাকার নোটের মতোই ৫০০ টাকার নোটও এবার বন্ধ করা উচিত।

উপসংহার

তবে ৫০০ টাকার নোট যে বাতিল হবেই তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নাকি নির্দেশ দিয়েছে, সমস্ত ব্যাংক এবং হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের তাদের এটিএমে ১০০ ও ২০০ টাকার নোট মজুত রাখার। যদি সত্যি ৫০০ টাকার নোট বাতিল হয়, তবে সেই বিষয়ে আলাদা করে জানানো হবে।

আরও পড়ুন:- ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। আরও সহজ হবে চিকিৎসা ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন