বাবা-ছেলের বয়স সমান হয় কীভাবে? এই জোকস মিস করবেন না!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> শিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, আবিরের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না?
এপাশ থেকে: হু!
শিক্ষক: আপনি কে বলছেন?
এপাশ থেকে: আমার বাবা বলছি।

> চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণী, কী ভীষণ হিংস্র সে!
ছেলে: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে…!
বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?
ছেলে: আমি বাসায় যাব কীভাবে! ভ্যা…

> ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে।
বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।
খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেয়ার চেষ্টা করছি!

> বাবা: খোকা, ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে?
খোকা: খুবই খারাপ, বাবা।
বাবা: বলো কী! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি!

> ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস জল দাও।
বাবা: তোমার এত জল লাগে কেন? তোমাকে ইতিমধ্যে ১০ গ্লাস জল দিয়েছি।
ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!

> ছেলে: মা, বাবার চোখে চশমা কেন?
মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না তাদের এমন হয়।
ছেলে: ওহ! এবার বুঝলাম, কেন দাদুর চোখে এত পাওয়ারের চশমা!

> হিমা তার প্রতিবেশী আন্টির বাড়ি গিয়ে বলছে—
হিমা: আন্টি, মা এক কাপ চিনি দিতে বলছে!
আন্টি: দাঁড়াও দিচ্ছি। আচ্ছা, আর কী বলেছে?
হিমা: আর বলেছে, ওই কৃপণ মহিলা যদি না দেয়, তাইলে মিমি আন্টির কাছ থেকে নিয়ে আসিস!

> শিক্ষক: তোর বাবার বয়স কত, ছোটন?
ছোটন: আমার যা বয়স, তা-ই।
শিক্ষক: বান্দরামো হচ্ছে? তোর বাবার বয়স তোর সমান!
ছোটন: হ্যাঁ স্যার। কারণ যেদিন আমার জন্ম হলো, সেদিনই তো তিনি বাবা হলেন!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)

আরও পড়ুন:- মাত্র ৫ হাজার টাকায় কলকাতা থেকে ৭টি দুর্দান্ত ট্রিপ, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- নববর্ষে খুশির খবর! রোজভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন ৭.৫ লক্ষ মানুষ

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন