বার্নপুরে এল চৈতন্য মহাপ্রভুর পাদুকা, বিশেষ পুজোর আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : চৈতন্য মহাপ্রভুর পাদুকা এল বার্নপুরে। যা ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেল প্রবল উৎসাহ। শনিবার বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই পাদুকা আনার আয়োজন করা হয়। সাজিয়ে তোলা হয় বার্নপুরের বারি ময়দান। গড়ে তোলা হয়েছে বিশেষ মঞ্চ। ভক্তদের বসার জন্য টাঙানো হয়েছে শামিয়ানা। নিশ্ছিদ্র নিরাপত্তায় আনা হচ্ছে চৈতন্যদেবের পাদুকা। উদ্যোক্তাদের দাবি, পশ্চিম বর্ধমানে প্রথমবার এই পাদুকা এসেছে। যার সাক্ষী থাকতে মানুষের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস রয়েছে। বার্নপুর টাউন পুজো কমিটির পৃষ্ঠপোষক সুদেষ্ণা ঘটক এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের জেলায় প্রথমবার চৈতন্য মহাপ্রভুর পাদুকা এসেছে। যা দেখতে ভক্তদের প্রবল আগ্রহ রয়েছে।’

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

এদিন পুলিশি পাহারায় চৈতন্যদেবের জোড়া পাদুকা বার্নপুর স্টেশনের সামনে আনা হয়। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওই পাদুকা মন্দিরে নিয়ে যাওয়া হয়। নবদ্বীপ থেকে এসেছে কীর্তনের দল। তাঁরা হরিনাম করতে করতে পাদুকা মন্দিরে নিয়ে আসেন। তারপর মন্দিরে শুরু হয় বিশেষ পুজো। সন্ধ্যায় রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, শনিবার রাতে পাদুকা মন্দিরেই থাকবে। পরের দিন অর্থাৎ রবিবার তা ফের নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে।

আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন