Bangla News Dunia, Pallab : পাকিস্তানের বালোচিস্তানে (Balochistan) স্কুলবাসে (School bus) আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ (Suicide car bomber)। ঘটনায় মৃত্যু হয়েছে তিন শিশু সহ ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে বালোচিস্তান প্রদেশের খুজদার জেলায় ঘটনাটি ঘটেছে। পড়ুয়াদের নিয়ে একটি বাস সেই সময় সেনা স্কুলের উদ্দেশে যাচ্ছিল। তখনই ওই স্কুল বাসটিতে এসে ধাক্কা মারে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও ঘটনার দায় এখনও স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে সন্দেহ করা হচ্ছে, এর পেছনে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি-এর হাত থাকতে পারে। কারণ এরা প্রায়শই পাক সেনা ও সাধারণ নাগরিকের উপর হামলা চালিয়ে থাকে। এই সংগঠনটিকে ২০১৯ সালে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা।
পাক পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর আহতদের কোয়েটা এবং করাচিতে উন্নততর চিকিৎসার জন্য পাঠানো হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শিশুদের মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি। দোষীদের ‘পশু’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘নিরীহ শিশুদের হত্যা করে যারা, তাদের কোনও ছাড় দেওয়া উচিত নয়। অপরাধীরা নিরীহ শিশুদের আক্রমন করে নিছক বর্বরতার একটি কাজ করেছে।’ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাক পুলিশ ও সেনাবাহিনী।