Bangla News Dunia, Pallab : বুধবার বালোচিস্তানে (Balochistan) একটি স্কুলবাসে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে (School bus blast) মৃত্যু হয়েছে শিশু সহ কমপক্ষে ৫ জনের। এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে এই বিস্ফোরণের পেছনে ভারতের (India) ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান (Pakistan)। এবার সেই অভিযোগ সাফ প্রত্যাখ্যান করল ভারত। এটিকে নিজেদের ব্যর্থতা বিশ্বের নজর এড়ানোর জন্য ইসলামাবাদের ‘প্রতারণামূলক প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
পাকিস্তানের এই ‘ভিত্তিহীন’ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল সেটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাতে লেখা রয়েছে, ‘আজ সকালে খুজদারের ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়ে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছে ভারত। এই ঘটনায় প্রাণহানির জন্য ভারত শোকাহত। তবে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পাকিস্তান নিজেদের ওপর থেকে মনোযোগ সরাতে এবং নিজেদের চরম ব্যর্থতা আড়াল করার জন্য এসব চেষ্টা করছে। নিজেদের অভ্যন্তরীণ সকল সমস্যার জন্য ভারতকে দোষারোপ করা পাকিস্তানের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্বকে ফাঁকি দেওয়ার জন্য পাকিস্তানের এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে।’
Our response to media queries on allegations by Pakistan⬇️
🔗 https://t.co/K8d3I17hoX pic.twitter.com/SO7TCluJYV
— Randhir Jaiswal (@MEAIndia) May 21, 2025
এদিন বালোচিস্তানের খুজদার জেলায় পড়ুয়াদের নিয়ে একটি বাস সেনা স্কুলের উদ্দেশে যাচ্ছিল। তখনই ওই স্কুল বাসটিতে এসে ধাক্কা মারে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ৫ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩৮ জন। এই ঘটনার পরই পাক সেনাবাহিনী সরাসরি ভারতের দিকে আঙুল তোলে। একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘ভারত নিজেদের জঙ্গিদের পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর এইসব জঙ্গিরা বুনছে। আমজনতা এবং নিষ্পাপ শিশুদের নিশানা করছে।’ এবার ইসলামাবাদের সমস্ত অভিযোগ উড়িয়ে পালটা জবাব দিল নয়াদিল্লি।