Bangla News Dunia, দীনেশ :- বালোচিস্তানে (Balochistan) পাক সেনার টহলদারি গাড়িতে আইইডি বিস্ফোরণ (IED Blast)। ঘটনায় নিহত হয়েছে পাক উপকূলরক্ষী বাহিনীর পাঁচ জওয়ান। জানা গিয়েছে, সোমবার রাতে জিওয়ানি জেলায় পথ আটকে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই প্রাণ হারিয়েছেন ৫ জন। বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) (BLA) এই হামলা চালিয়েছে বলে পাক পুলিশের দাবি।
আরও পড়ুন:- এবার ট্রেনে যে কোনও সমস্যার সমাধান মিলবে হোয়াটসঅ্যাপে, জানুন কবে থেকে মিলবে সুবিধা?
প্রসঙ্গত, গত সপ্তাহে ৩০ থেকে ৪০ জন বন্দুকধারী বালোচিস্তান প্রদেশের মধ্য দিয়ে যাওয়া একটি প্রধান সড়ক বন্ধ করে দেয়। ওই পথ দিয়ে যাওয়া একটি পুলিশভ্যানকেও আটক করে পাঁচ পুলিশকর্মীকে বন্দি করে। এবার সেখানে আইইডি বিস্ফোরণ ঘটানো হল।
আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন
গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিএলএ। সেনা কনভয় এবং রাজনৈতিক নেতাদের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণও ঘটানো হয়েছে।
আরও পড়ুন:- যুদ্ধ কি বেঁধেই যাচ্ছে ? রাজ্যগুলোকে সিভিল ডিফেন্সের মহড়ার নির্দেশ কেন্দ্রের। বিস্তারিত জানুন