বাল্যবিবাহ রোধে অভিনব উদ্যোগ প্রশাসনের, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ সালে দাঁড়িয়েও বাল্যবিবাহ একটি বড় সমস্যা। বীরভূম জেলা প্রশাসন এই সমস্যায় যথেষ্ট উদ্বিগ্ন। আর তাই এবার বাল্যবিবাহ রুখতে অভিনব উদ্যোগ নিল প্রশাসন। জেলার সব স্কুলে একযোগে বাজবে ঘণ্টা, ছাত্রছাত্রীদের কণ্ঠে ধ্বনিত হবে স্লোগান। পাশাপাশি, স্কুলে নাটক মঞ্চস্থ করে সচেতনতা প্রচার করা হবে।

২৬ মার্চ, দুপুর ১২টা। জেলার সমস্ত উচ্চ প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে একসঙ্গে ঘণ্টাধ্বনী বাজবে। একইসঙ্গে একসুরে উঠবে স্লোগান— ‘বাল্যবিবাহ বন্ধ কর, শিশুর ভবিষ্যৎ বাঁচাও’। এরপর স্কুলগুলিতে ১২টা ১০ মিনিটে অভিনীত হবে ‘নারী নক্ষত্র’ নাটক। ছাত্রছাত্রীরাই অভিনয় করবে Low Cost বা No Cost পদ্ধতিতে।

জেলাশাসকের বার্তা:
এই কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসক বিধান রায় জানান, ‘বীরভূমে বাল্যবিবাহের সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও শিক্ষাদফতর একত্রে এই কর্মসূচি নিয়েছে।’

আরও পড়ুন:- ATM থেকে টাকা তোলার চার্জ আরও বাড়ছে। কবে থেকে, কত খরচ? জেনে নিন

অভিভাবকদের নিয়ে বৈঠক:
২৬ মার্চ সকাল ১১.৩০-এ জেলার প্রতিটি স্কুলে অভিভাবকদের নিয়ে বিশেষ বৈঠকেরও আয়োজন করা হয়েছে। সেখানে বাল্যবিবাহ রোধে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

MLA-ও অংশ নেবেন সচেতনতার প্রসারে
এই উদ্যোগে বীরভূমের সুরির বিধায়ককেও সচেতনতা অভিযানে অংশ নিতে দেখা গিয়েছে। প্রশাসনের মতে, এই উদ্যোগ স্কুলপড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।

বাল্যবিবাহ রোধের বার্তা
জেলার প্রতিটি স্কুলে একযোগে ঘণ্টাধ্বনী ও নাটক মঞ্চস্থ করার পরিকল্পনায় জেলা প্রশাসনের লক্ষ্য, সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়া। বাল্যবিবাহ এবং বাল্যশ্রমের বিরুদ্ধে এই সম্মিলিত উদ্যোগে কিশোর-কিশোরীদের পাশাপাশি অভিভাবকরাও আরও সচেতন হবেন বলে আশাবাদী প্রশাসন।

আরও পড়ুন:- বিরাট সুখবর! ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন

আরও পড়ুন:- ফুচকা প্রেমীরা আজই সাবধান হোন ! কি বলছেন ডায়েটিশিয়ান ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন