Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখান দিয়ে শুভ শক্তির প্রবেশ ঘটে। তাই বাড়ির মূল দরজায় কয়েকটি বিশেষ কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে ওই সংসারে সুখ ও সমৃদ্ধি দেখা যায়। কিন্তু বাড়ির মূল দরজা নোংরা ও অপরিচ্ছন্ন থাকলে নেগেটিভ এনার্জির প্রবেশও ঘটে সেখান দিয়ে। বাড়ির মূল দরজা দিয়েই ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী। তাই বাড়ির মূল দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত।
আরো পড়ুন :- অম্বুবাচীতে করবেন না বেশ কিছু কাজ, না হলে পড়বেন বিপদে
দেখে নিন বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজায় কী কী করার কথা বলা হয়েছে। বাস্তু বিশেষজ্ঞরা মা লক্ষ্মীকে আকর্ষণ করতে বাড়ির গেটে তুলসী গাছের শিকড় বেঁধে রাখার পরামর্শ দিয়েছেন। ফলে মা লক্ষ্মীর পাশাপাশি শ্রী বিষ্ণুর আশীর্বাদও লাভ করা যায়।
হিন্দুধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। তুলসী গাছেই মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। সেই কারণে যে গৃহস্থ বাড়িতে প্রতিদিন তুলসী পুজো হয়, সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে সেখানে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী। দেবীর আশীর্বাদে সেই বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যায়। যার ফলে আপনি আপনার বাড়িতে মা লক্ষ্মীকে ধরে রাখতে চাইলে বাড়ির প্রধান দরজার উপর রাখুন তুলসী গাছের শিকড়।
আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)