বাড়ি থেকে ইনকাম হবে প্রচুর ! শুরু করুন কিছু ব্যবসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়ি থেকে ইনকাম হবে প্রচুর ! করোনা আবহে  চাকরি খুইয়ে অনেকে যেমন নতুন চাকরির জন্য লড়ছেন। আবার কেউ কেউ আবার নতুন ব্যবসার দিকে ঝুঁকেছেন। আপনি যদি বাড়িতেই কোনো ব্যবসা করতে চান তাহলে সেই সুযোগ দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।  শহর বা প্রত্যন্ত গ্রাম আপনার বাড়িতে খোলা জায়গা বা খোলা ছাদ থাকলেই এই লাভজনক ব্যবসা করা যেতে পারে। এক নজরে দেখে নিন —–

small business plan

টেলিকম শিল্প, কৃষি শিল্প, রিয়েল এস্টেট ব্যবসার জন্য মূলধন পেতে পারেন। আপনার বাড়ির ছাদে বা খালি জায়গাতে সোলার প্লান্ট বসিয়ে টাকা ইনকাম করতে পারেন। মোটামুটি ৮ বর্গ মিটার জায়গা থাকলে ১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেন। ন্যূনতম ৩০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাইলে ২৪০ বর্গ মিটার জায়গা দরকার। এছাড়াও সবজি চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গ্রীন হাউজ তৈরি করে বা পলিব্যাগের মধ্যে সবজি চাষ করা যেতে পারে। জৈব সার, কীটনাশক ব্যবহার করে উন্নত মান সম্পন্ন সবজি পাওয়া সম্ভব।

আরো পড়ুন :- Business Idea : কম কম্পিটিশনের এই ফ্রাঞ্চাইজি ব্যবসা আজই শুরু করুন

প্রসঙ্গত সেই সবজি আপনি নিজে বাজারে বেচতে পারেন বা ডেলিভারি বয় রাখতে পারেন। আপনার বাড়ির খালি ছাদে বা বাড়ির খালি জায়গায় আপনি মোবাইল টাওয়ার বসিয়ে লাভ করতে পারেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মোবাইল টাওয়ার সংস্থাগুলিকে টাওয়ার বসানোর অনুমতি দিলে আপনি মাসের শেষে সংস্থার কাছ থেকে টাকা আয় করতে পারবেন।

Highlights

1. বাড়ি থেকে ইনকাম হবে প্রচুর !

2. আপনার বাড়িতে খোলা জায়গা বা খোলা ছাদ থাকলেই এই লাভজনক ব্যবসা করা যেতে পারে

#Business #Income

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন