বিএসএফ জওয়ানকে অপহরণ করে গাছে বেঁধে মারধর বাংলাদেশিদের।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিনকয়েক আগেই ভুল করে সীমান্ত পেরিয়ে যাওয়ায় বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে আটকে রেখেছিল পাকিস্তানি সেনা ৷ তবে তিনি অবশেষে মুক্তি পেয়েছেন ৷ এবার বেআইনি অনুপ্রবেশে বাধা দেওয়ায় এক বিএসএফ জওয়ানকে গাছে বেঁধে মারধর ও অপহরণ করার অভিযোগ উঠল বাংলাদেশিদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় ৷ জানা গিয়েছে, দু’দেশের সেনার মধ্যে দীর্ঘ বৈঠকের পর ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৷

মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বিএসএফের 71 নম্বর ব্যাটেলিয়ানের নুরপুর এলাকার ঘটনা ৷ বিএসএফ সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে প্রায় 20-25 জন যুবক গবাদি পশু নিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন । তাঁদের বাধা দেন ঘটনাস্থলে কর্মরত বিএসএফ জওয়ান । তখনই অনুপ্রবেশকারীরা তাঁকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায় বলে অভিযোগ ৷ ওপার বাংলার চাপাইনবাবগঞ্জ জেলায় একটি গাছে বেঁধে ওই বিএসএফ জওয়ানকে মারধর করা হয় বলে অভিযোগ । এমনই এক ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিএসএফ জওয়ানকে একটি গাছে বেঁধে তাঁর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একদল লোক ৷ দেওয়া হচ্ছে হুমকি ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলা নিউস দুনিয়া

এই ঘটনা সামনে আসতেই তৎপর হয় সীমান্ত রক্ষী বাহিনী ৷ বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনতে বাংলাদেশের সেনার সঙ্গে কথা বলে ভারতীয় বাহিনী ৷ বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ কথাবার্তার পর মুক্তি দেওয়া হয় সেই বিএসএফ জওয়ানকে ৷ তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে বিএসএফ ৷

সীমান্ত উন্মুক্ত হওয়ার কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ নুরপুরের বাসিন্দা হাফিজ শেখ বলেন, “বাংলাদেশিরা এপারে এসে আমাদের ফসল নষ্ট করে দিয়ে যায় । সীমান্তে কাঁটাতার থাকলে সবদিক থেকেই সমস্যা কমত । বিএসএফের উচিত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া ।”

জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিতকুমার সাউ এবিষয়ে বলেন, “সুতি থানা এলাকার সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি । বিএসএফের আধিকারিকরা বিষয়টি দেখছেন ।”

আরও পড়ুন:- দিলজিতের ছবি ‘পাঞ্জাব ৯৫’-এর রিলিজ় আটকে দিল ভারত সরকার, নেপথ্যে কি কারণ ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন