Bangla News Dunia, দীনেশ :- ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর একদিন পার হতেই পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর (Lahore)। বৃহস্পতিবার সকালে আচমকাই একের পর এক বিকট বিস্ফোরণের (Blasts) শব্দ শুরু হয়। বেজে ওঠে সাইরেন (Siren)। আতঙ্কে নাগরিকরা ঘর ছেড়ে বেরিয়ে আসেন।
আরও পড়ুন:- পাক সেনার গুলিতে পরপর মৃত্যু, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন সীমান্তবর্তী গ্রামবাসীরা
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই অঞ্চলটি লাহোরের অভিজাত কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা এবং লাহোর সেনা ক্যান্টনমেন্ট সংলগ্ন। কিন্তু কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পাকিস্তানের পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণটি ৫-৬ ফুটের একটি ড্রোনের কারণে হতে পারে। ইতিমধ্যেই সিস্টেম জ্যাম করে ড্রোনটিকে নামানো হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন:- ওষুধ ছাড়াই কয়েক দিনে বেড়ে যাবে হিমোগ্লোবিন, এই ৫ খাবার খান
ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের শব্দে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসছেন মানুষজন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ইতিমধ্যেই করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আরও পড়ুন:- সফল মক ড্রিল, ১৩ দেশকে Operation Sindoor-এর তথ্য দিল ভারত