বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু, বিস্তারিত জানুন এখনই

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর পরিচালিত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ হলো রাজ্যের মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৃত্তি প্রকল্প। প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের মাধ্যমে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর

২০২৫ সালের বিকাশ ভবন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং যারা এই স্কলারশিপের জন্য উপযুক্ত, তারা এখনই অনলাইনে আবেদন করতে পারেন। আজকের এই প্রতিবেদনে আমরা স্কলারশিপটির সব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি – যোগ্যতা, আবেদনের নিয়ম, স্কলারশিপের টাকার পরিমাণ, প্রয়োজনীয় ডকুমেন্টস, সহায়তা নম্বর এবং আরও অনেক কিছু।

স্কলারশিপের সারসংক্ষেপ

স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)
বিকল্প নাম বিকাশ ভবন স্কলারশিপ
পরিচালনাকারী দপ্তর পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর
আবেদনের মাধ্যম অনলাইন
আর্থিক সহায়তা প্রতি মাসে ₹১,০০০ – ₹৫,০০০
প্রযোজ্য কোর্স উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং
আবেদন শুরুর সম্ভাব্য সময় জুন/জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখ ঘোষণা হয়নি
অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in
হেল্পলাইন নম্বর ১৮০০-১০২-৮০১৪
ইমেল [email protected]

স্কলারশিপের টাকা কত?

এই স্কলারশিপের টাকা কোর্সের স্তরের ওপর নির্ভর করে দেওয়া হয়। নিচে একটি টেবিল দেওয়া হলো:

কোর্স স্তর মাসিক বৃত্তির পরিমাণ
উচ্চমাধ্যমিক ₹১,০০০
স্নাতক ₹১,০০০ – ₹৫,০০০
স্নাতকোত্তর ₹২,০০০ – ₹৫,০০০
পলিটেকনিক ₹১,৫০০

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন