Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দমদম এবং সল্টলেকে তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। রবিবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সল্টলেকে ৪০.৪ ডিগ্রি। কলকাতাতেও পারদ প্রায় ৪০ ছুঁয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। সোমবারও তাপমাত্রা ও অস্বস্তি তুঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিকেলের দিকে স্বস্তির বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে শহর কলকাতায় এখনও ঝড়বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। ফলে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে গরমের অস্বস্তি আগামী কয়েক দিন জারি থাকবে। যদিও তাপপ্রবাহের সরাসরি সতর্কতা নেই, কিন্তু গরম ও আর্দ্রতার মিশ্রণে তাপপ্রবাহের মতো অনুভূতি হচ্ছে।এদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। অন্যান্য উত্তরের জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ হতে পারে।
আরও পড়ুন:- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে দারুন পদক্ষেপ কলকাতা পুরনিগমের, জানতে বিস্তারিত পড়ুন