Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্পত্তির বখরা নিয়ে বিবাদ। অভিযোগ, তার জেরেই নিজের নাতির হাতে খুন হায়দরাবাদের নামী শিল্পপতি ভিসি জনার্দন রাও। ৮৬ বছর বয়সী এই শিল্পপতি ছিলেন ভেলজন গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। অভিযোগ, দাদুর উপর ছুরি নিয়ে হামলা চালায় নাতি কে কীর্তি তেজা। রীতিমতো অন্তত ৭০ বার এলোপাথাড়ি ছুরির কোপ মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। বাবাকে বাঁচাতে এসে ছেলের ছুরির কোপে আহত মা-ও।
ঘটনাটি ঘটেছে, ৬ জানুয়ারি রাতে হায়দরাবাদের সোমাজিগুডায়। একই শহরেই জর্নাদন রাওয়ের মেয়ে অর্থাৎ অভিযুক্ত কীর্তির মায়ের বাড়ি। ওই দিনছেলে কীর্তি তেজাকে সঙ্গে নিয়ে তাঁর মা জনার্দন রাওয়ের বাড়িতে এসেছিলেন। পুলিশ জানায়, ঘটনার দিন সম্পত্তির ভাগ নিয়ে দাদু ও নাতির মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়।
আরও পড়ুন:- দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দাদু ভিসি রাওয়ের কাছে কীর্তি দাবি করেন, সম্পত্তি ভাগের ব্যাপারে তাঁর সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। ছোট থেকেই তাঁর সঙ্গে দাদু একচোখামি করছেন বলে অভিযোগ ছিল কীর্তির। নাতির দাবি মেনে না নেওয়ায় রোষের মুখে পড়েন ভিসি রাও। রাগের মাথায় ধারালো ছুরি নিয়ে দাদুর উপর ঝাঁপিয়ে পড়েন ২৯ বছরের কীর্তি। একের পর এক কোপ মারতে থাকেন। ঘটনার সময় রান্নাঘরে ছিলেন শিল্পপতির মেয়ে। চিৎকার শুনে তিনি ওই ঘরে ঢুকে ছেলের কাণ্ড দেখতে পান। অভিযুক্তকে আটকাতে গেলে তাঁর গায়েও পড়ে ছুরির কোপ। বর্তমানে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কীর্তির মা।
রিপোর্ট বলছে, ৭০টির বেশি কোপ পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গুরুতর জখম শিল্পপতির। দাদু ও মাকে আহত অবস্থায় ঘরে ফেলে রেখেই রক্তমাখা জামা বদলে পালিয়ে যায় অভিযুক্ত। সদ্যই আমেরিকা থেকে মাস্টার ডিগ্রি কোর্স শেষ করে দেশে ফিরেছিলেন কীর্তি তেজা। পলাতক কীর্তিকে রাওয়ের বাড়ির কাছ থেকেই গ্রেপ্তার করে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?
আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?