Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বদলি করে দেওয়া হল দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে ৷ তাঁর নয়াদিল্লির বাসভবনে হিসেব বহির্ভূত প্রচুর টাকা পাওয়ার পরই নড়েচড়ে বসে সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বৈঠকে বসে ৷ সেখানেই সিদ্ধান্ত হয়, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হবে ৷
পাশাপাশি সিজেআই খান্না দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের কাছ থেকে এই বিষয়ে একটি রিপোর্টও চেয়েছেন । সূত্রের খবর, সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের কলেজিয়াম সর্বসম্মতিক্রমে এই বদলির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে । বিচারপতি বর্মার বাসভবনে নগদ অর্থ উদ্ধারের পরে কলেজিয়াম এই সিদ্ধান্ত নেয় । সূত্র মারফত জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতির বাসভবনে নগদ অর্থের পরিমাণ ও তার উৎস সম্পর্কে এখনও বিশদে জানা যায়নি ।
আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য
কী হয়েছিল ?
14 মার্চ বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে আগুন লাগে ৷ সেসময় বিচারপতি বর্মা দিল্লিতে ছিলেন না ৷ তাঁর পরিবারের সদস্যরা দমকল ও পুলিশকে খবর দেন । আগুন নেভানোর পর, প্রাথমিকভাবে উদ্ধারকারীরা একটি ঘরের ভেতরে বিপুল পরিমাণ নগদ অর্থ পান ৷ তারপরেই ওই হিসেব বহির্ভূত অর্থ উদ্ধার করা হয় ৷
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয় । সরকারি কর্তৃপক্ষ বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনে, যিনি বৃহস্পতিবার মামলাটি নিয়ে আলোচনার জন্য পাঁচ সদস্যের কলেজিয়ামের একটি বৈঠক ডাকেন । যদিও বিচারপতির বদলি সংক্রান্ত কলেজিয়ামের সিদ্ধান্ত এখনও শীর্ষ আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়নি ।
সূত্র জানিয়েছে, এই ঘটনার কথা সিজেআই ব্যাখ্যা করার পরে কলেজিয়াম সদস্যরা বিচারপতি বর্মাকে বদলি করার সিদ্ধান্ত নেন । পাশাপাশি কলেজিয়াম সদস্যরা প্রধান বিচারপতিকে পরামর্শ দেন, যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে তথ্য অনুসন্ধান করা প্রয়োজন ৷
কে বিচারপতি যশবন্ত বর্মা ?
- বিচারপতি যশবন্ত বর্মা 6 জানুয়ারি, 1969 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন ।
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে বি.কম (অনার্স) শেষ করেন ৷ পরে মধ্যপ্রদেশের রেওয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন । 8 অগস্ট, 1992 সালে তিনি আইনজীবী হিসেবে নথিভুক্ত হন ।
- 13 অক্টোবর, 2014 সালে তিনি এলাহাবাদ হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ 1 ফেব্রুয়ারি, 2016 সালে স্থায়ী বিচারপতি হিসেবে উন্নীত হন ।
- 11 অক্টোবর, 2021 সালে তাঁকে দিল্লি হাইকোর্টে বদলি করা হয় ।
- এলাহাবাদ হাইকোর্টে তাঁর কর্মজীবনে, বিচারপতি যশবন্ত বর্মা সাংবিধানিক আইন, শ্রম ও শিল্প আইন, কর্পোরেট আইন, কর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন ।
- 2006 সাল থেকে পদোন্নতির আগে পর্যন্ত তিনি এলাহাবাদ হাইকোর্টের বিশেষ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন ।
- বিচারপতি বর্মা 2012 থেকে অগস্ট 2013 পর্যন্ত উত্তরপ্রদেশের প্রধান স্থায়ী আইনজীবীর পদে ছিলেন ৷
আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন