বিধবা ও অবিবাহিত পুরুষরা মাসে পাবেন ৫ হাজার টাকা। যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সারা দেশের অবিবাহিত পুরুষ ও বিধবা মহিলাদের জন্য নতুন ভাতা তথা New Pension Scheme চালু করলো কেন্দ্র সরকার। এই প্রকল্পের অধীনে প্রতিমাসে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত জেনে নিন।

অবিবাহিত পুরুষ ও বিধবাদের নতুন পেনশন স্কিম

দেশের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের সরকারিভাবে চালু হওয়া ভাতার মাধ্যমে উপকৃত হন। যেমন: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা বেকার ভাতা। এবার কেন্দ্রীয় সরকার আরও এক গুরুত্বপূর্ণ স্কিম চালু করতে চলেছে—New Pension Scheme. এটি মূলত বিধবা এবং অবিবাহিত পুরুষদের জন্য চালু করা হচ্ছে, যারা এতদিন পর্যন্ত সরকারি ভাতার সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন।

কারা এই New Pension Scheme এর সুবিধা পাবেন?

এই নতুন স্কিম অনুযায়ী, বিশেষ কিছু যোগ্যতা থাকলে পুরুষরাও এবার পেনশনের আওতায় আসতে পারবেন। এতদিন শুধুমাত্র বিধবা মহিলাদের জন্যই নির্দিষ্ট ভাতা চালু ছিল, কিন্তু এবার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষদেরও এই ধরনের ভাতা প্রদান করা হবে।

যোগ্যতা

  • যাদের স্ত্রী নেই বা স্ত্রী প্রয়াত হয়েছেন (বিধবা পুরুষ) এবং যাদের বয়স ৪০ বছরের বেশি।
  • অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪৫ বছরের বেশি।
  • প্রার্থীদের অবশ্যই BPL (Below Poverty Line) কার্ডধারী হতে হবে বা তাদের আয় নির্দিষ্ট সীমার নিচে হতে হবে।

এই স্কিমে প্রার্থী যদি উপরোক্ত শর্তগুলি পূরণ করেন, তাহলে তিনি সরাসরি মাসে ৫ হাজার টাকা ভাতা পাবেন, যা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

পেনশনের টাকা পাওয়ার নিয়ম

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা এই স্কিমের জন্য যোগ্য, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৫০০০ টাকা পাঠানো হবে। এই টাকা তাঁদের নিত্যপ্রয়োজনীয় খরচ এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।

 

প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড
  • আয়ের সনদ
  • রেসিডেন্সিয়াল প্রুফ
  • স্ত্রীর মৃত্যুর শংসাপত্র (বিধবা পুরুষদের ক্ষেত্রে)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি

এই কাগজপত্র জমা দিলেই আবেদনপত্র সম্পূর্ণ হবে এবং স্ক্রিনিংয়ের পর আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে।

আরও পড়ুন:- পোস্ট অফিসের ধামাকা স্কিম! 2 লাখ রাখলে হাতে পাবেন 6 লাখ! বিস্তারিত জেনে নিন

কিভাবে আবেদন করবেন?

এই নতুন পেনশন স্কিমে আবেদন করা একেবারেই সহজ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রাজ্য সরকারগুলোর সহযোগিতায় এই স্কিম বাস্তবায়িত হবে। প্রত্যেক রাজ্যে State Social Welfare Department-এর ওয়েবসাইটে এই স্কিমের আবেদন ফর্ম দেওয়া থাকবে।

  • অনলাইনে আবেদন করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের Social Welfare Website-এ যান।
  • “New Widow/Single Men Pension Scheme” সেকশনে গিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
  • স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভা থেকেও আবেদনপত্র জমা দেওয়া যাবে।

কোন কোন রাজ্যের মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

এই মুহূর্তে ভারতের একাধিক রাজ্যে এই নতুন পেনশন প্রকল্প চালু হতে চলেছে। যেমন:

  • উত্তরপ্রদেশ
  • বিহার
  • মহারাষ্ট্র
  • পশ্চিমবঙ্গ
  • রাজস্থান
  • তামিলনাড়ু

এই রাজ্যগুলির পুরুষ নাগরিকরা যাঁরা এই স্কিমের শর্ত পূরণ করেন, তাঁরা সরাসরি আবেদন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

কেন এই স্কিম এত গুরুত্বপূর্ণ?

এই New Pension Scheme শুধুমাত্র একটি ভাতা প্রকল্প নয়, এটি এক ধরনের সামাজিক সুরক্ষা ব্যবস্থা। এতদিন শুধুমাত্র মহিলারা বিধবা ভাতা পেতেন, কিন্তু সমাজে অনেক পুরুষ আছেন যাঁরা স্ত্রী হারিয়েছেন কিংবা কখনও বিয়েই করেননি এবং আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। তাঁদের জন্য এই স্কিম নতুন আশার আলো।

এই স্কিমের মাধ্যমে পুরুষরাও সরকারি সহায়তার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা পেতে শুরু করবেন। এছাড়া, এটি সরকারের inclusive welfare policy-র একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন:- কিডনি বিকল হচ্ছে, এই লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন