বিনা সিমকার্ডে চলবে হাইস্পিড 5G ইন্টারনেট ! BSNL দিচ্ছে বিরাট সুযোগ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : মোবাইল ফোনে থাকা 4G বা 5G সিমকার্ড ঠিক করে দেয় নেটের গতি? BSNL আনলো দারুন এক অফার। এবার সিমকার্ড (Sim Card) ছাড়াই হাইস্পিড ইন্টারনেট চলবে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই পরিষেবা। বিএসএনএল গ্রাহকদের জন্য এটি অবশ্যই একটি দারুন খবর। এই পরিষেবা চালু হলে জিও কিংবা এয়ারটেল গ্রাহকেরা BSNL এর এই পরিষেবায় শিফট করে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

BSNL Sim less 5G Network

অনেকদিন ধরেই বিএসএনএল গ্রাহকরা 5G কানেকশনের (BSNL 5G Network) জন্য অপেক্ষা করে ছিলেন। আর এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে খবর। কারণ, খুব শীঘ্রই ফাইভজি ইন্টারনেটের দুনিয়ায় পা রাখতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড’ বা বিএসএনএল। এই পরিষেবা চালু হতে চলেছে দেশ জুড়ে। গ্রাহকরা দ্রুততর নেট কানেকশন পাবেন। প্রতিযোগিতার মুখে পড়বে অন্যান্য বেসরকারি সংস্থাগুলি। এখনো পর্যন্ত যা খবর, দ্রুত কলকাতা-সহ সারা দেশে এই পরিষেবাটি চালু হতে চলেছে। আরম্ভ

হয়েছে পরিকল্পনা। ‘কোয়ান্টাম ৫জি’র ব্যানারে গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পরিকল্পনা শুরু করেছে তাঁরা। খুব স্বাভাবিক ভাবেই এবার টেলিকম বাজারে নতুন বিএসএনএল নেটওয়ার্ককে নতুন প্রতিযোগী হিসেবে পেতে চলেছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া। (ভিআই)। তাছাড়া স্টারলিঙ্ক ও আসছে শীঘ্রই।

বিনা সিমকার্ডে হাইস্পিড ইন্টারনেট কিভাবে?

বিএসএনএলের এই ফাইভজি পরিষেবাটি আর পাঁচটা টেলি যোগাযোগের মতো হচ্ছে না। এতে একজন গ্রাহক ‘ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস’ পাবেন। যার ফলে আপনি কোনও সিমকার্ড ছাড়াই ব্যবহার করতে পারবেন উচ্চগতির ইন্টারনেট। সূত্রের খবর, বাণিজ্যিক ব্যবহারের জন্য সরকারি টেলিকম সংস্থাটি ইতোমধ্যে রাজধানী দিল্লি-সহ ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন জয়পুর, লখনউ, চণ্ডীগড়, ভোপাল, পটনা, হায়দরাবাদ, চেন্নাই এবং কলকাতাতে ‘কোয়ান্টাম ৫জি’র ট্রায়াল চালাচ্ছে।

আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন