Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক। চলতি বছর পরীক্ষায় বসতে চলেছে ৯,৮৪,৭৫৩ জন। পরীক্ষা চলবে ১০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য একাধিক প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন। জারি করা হয়েছে বেশ কিছু জরুরিভিত্তিক এবং জেলাভিত্তিক ফোন নম্বর।
কন্ট্রোল রুম: ০০৩ ২৩২১৩৮১৩/ ০৩৩ ২৩৩৭২২৮২/ ০৩৩ ২৩৫৯২২৭৭
বর্ধমান: ০৩৪২ ২৬৬২৩৭৭/ মেদিনীপুর: ০৩২২২ ২৭৫৫২৪/ কলকাতা: ০৩৩ ২৩২১৩৮১১/ উত্তরবঙ্গ: ০৩৫৩ ২৯৯৯৬৭৭ এবং ৮২৪০৭৫৬৩৭১
অত্যন্ত জরুরি ক্ষেত্রে ফোন করা যাবে
প্রেসিডেন্ট ইউনিট: ০৩৩ ২৩২১৩০৮৯
সেক্রেটারি ইউনিট: ০৩৩ ২৩২১৩৮১৬
কনফিডেনসিয়াল ইউনিট: ০৩৩ ২৩২১৩২১৬
উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষার চলবে সকাল ১০.৪৫ থেকে দুপুর দুটো পর্যন্ত।পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কোনও অসুবিধা হলে বা রাস্তাঘাটে কোনও সমস্যায় পড়লে এই নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। যে কোনও ধরনের বিপদের ক্ষেত্রে জেলাভিত্তিক এই নম্বরে যোগাযোগ করে সাহায্যের জন্য আবেদন করা যাবে। এমনকী এই নম্বরগুলি খোলা থাকবে ২৪ ঘণ্টাই।
আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?
আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?